Barak UpdatesHappeningsBreaking News
বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের বিনামূল্যে সুগার ও কলেস্টেরল পরীক্ষা শিবির সম্পন্ন
ওয়েটুবরাক, ৪ ডিসেম্বর : শিলচরের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় ও রেডক্লিফ ডায়েগনিস্ট সেন্টারের সহযোগিতায় রবিবার সকালে বিনামূল্যে সুগার ও কলেস্টেরল পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন অম্বিকাপট্টির শ্ৰীশ্ৰীঅম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে রেডক্লিফ ডায়েগনিস্ট সেন্টারের অতুল সিনহা, প্রসেনজিৎ সিনহা ও জেনিফার এম সান্তিক বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলার সুগার ও কলস্টেরল পরীক্ষা করেন। নব্বই বছর বয়সী গীতারাণী রায় বর্মণও শিবিরে গিয়ে সুগার ও কলেস্টেরল পরীক্ষা করান।
আয়োজক সংস্থা তথা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, স্থানীয় নাগরিকদের দাবির ভিত্তিতে এখানে এই সুগার ও কলেস্টেরল পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে নাগরিকদের কাছ থেকে সাড়া পাওয়া গিয়েছে। তিনি জানান, এই শিবিরটি ক্লাবের সাত নং স্বাস্থ্য পরীক্ষা শিবির। এক-দেড় মাস পরপর স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করছেন তাঁরা। বন্যা ও কোভিড মহামারীর সময় জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক কার্যালয়ের সহযোগিতায়ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করার কথা ভাবছেন তাঁরা।
তিনি জানান, বিগত সময়ে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও বছরে তিন থেকে চারটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। কচিকাঁচা শিশু, কিশোর-কিশোরীদের প্রতিভার বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।ক্লাব ক্রীড়া ক্ষেত্রেও কাজ করে আসছে। আগামীতে ক্লাবের উদ্যোগে একটি টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান তিনি। এদিন শিবিরে ক্লাবের সভাপতি সুশীল কুমার কর, নীহার রঞ্জন পাল, মনোতোষ পাল, বিদ্যুৎ কুমার দেব, মৃদুল কান্তি রায়, জয়দীপ রায় বর্মণ, শ্যামল কংস বণিক, নীতু বণিক,জয়ন্তিকা ভট্টাচার্য, মিতালি দেব, কৃষ্ণ দে প্রমুখ উপস্থিত ছিলেন।