Barak UpdatesBreaking News
বৃহস্পতিবার শুরু ফক-ইরার লোক কর্মশালা, শনিবার গাইবেন বান্না
১৮ জুলাইঃ শিলচরে লোকগানের কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা গানের দল ফক-ইরা। তিন দিনব্যাপী এই কর্মশালা শুরু হচ্ছে বৃহস্পতিবার বিকেলে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত লোকগানের শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না। তাছাড়া কর্মশালার শেষদিন অর্থাৎ ২০ জুলাই শিলচর গান্ধীভবনে অনুষ্ঠিত হচ্ছে লোকগানের এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফক-ইরার শিল্পীরা জানিয়েছেন, লোকগানের আসরে কর্মশালার প্রশিক্ষার্থীদের অনুষ্ঠান তো থাকবেই, সঙ্গে প্রশিক্ষক জামাল উদ্দিন হাসান বান্নার অনুষ্ঠানও থাকবে। এছাড়া বাংলাদেশের অন্য শিল্পীরাও অনুষ্ঠানে গান নিয়ে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জ্ঞাপন অনুষ্ঠান। বাড়তি পাওনা হিসেবে থাকবে ফক-ইরার শিল্পীদের কয়েকটি গান। আয়োজক সংগঠনের পক্ষে জয়দীপ চক্রবর্তী জানান, ফক-ইরার আত্মপ্রকাশের খুব বেশিদিন হয়নি। এই প্রথমবার নিজস্ব উদ্যোগে অনুষ্ঠান করার চিন্তাভাবনা করেছে বাংলা গানের এই দলটি।