Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার শহিদ কমলা-সুদেষ্ণা স্মৃতি সাহিত্য সম্মাননা পাচ্ছেন স্বপ্না ভট্টাচার্য
ওয়েটুবরাক, ১৭ ডিসেম্বর: বরাক ফোরামের আয়োজনে “শহিদ কমলা-সুদেষ্ণা স্মৃতি সাহিত্য সম্মাননা ২০২৪” এর জন্য মনোনীত হয়েছেন লেখিকা স্বপ্না ভট্টাচার্য ।
দীর্ঘদিন থেকে সাহিত্যচর্চায়, বিশেষ করে কথাসাহিত্য রচনায় জড়িয়ে রয়েছেন স্বপ্না ভট্টাচার্য। নিজের লেখায় বরাক উপত্যকাবাসীর জীবনসংগ্রামের কথা ও নারীজীবনের কথা তুলে ধরেছেন ।
বরাক ফোরামের মুখ্য আহ্বায়ক দীপায়ন পাল জানান, প্রতিষ্ঠার পর থেকে বরাক ফোরাম শিলচর তথা বরাক উপত্যকায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিবেশ যাতে আরও সুসংহত হয়, সেই লক্ষ্যে ক্রমাগত বিভিন্ন কার্যক্রম আয়োজন করে চলেছে।
বরাক ফোরামের অন্যতম আহ্বায়ক দেবরাজ দাশগুপ্ত জানান, বরাক উপত্যকার ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ এবং বরাক উপত্যকায় সাহিত্য চর্চায় যারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের সম্মানিত করার উদ্দেশ্যে এই সাহিত্য সম্মাননা প্রবর্তন করা হয়েছে।
বরাক উপত্যকার ভাষা আন্দোলনের নারীশহিদ কমলা ভট্টাচার্য ও সুদেষ্ণা সিনহার নামাংকিত এই সম্মাননা ২০২১ ইংরেজি থেকে শুরু হয়েছে। গত বছর এই সম্মাননা প্রদান করা হয়েছিল বিশিষ্ট কথাসাহিত্যিক কাজল দেমতাকে।
আগামী ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার লেখিকা স্বপ্না ভট্টাচার্যকে ২০২৪ সালের “শহিদ কমলা সুদেষ্ণা স্মৃতি সাহিত্য সম্মাননা” প্রদান করা হবে। পাশাপাশি সেদিন থাকবে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, গানের অনুষ্ঠান। শিলচর দাস কলোনি স্থিত ভাবীকাল নাট্য সংস্থা ওয়ার্কশপ সেন্টারে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।