Barak UpdatesHappeningsBreaking News

বৃহস্পতিবার ভোর থেকে কাছাড়ে লকডাউন, নোটিশ ইস্যু

২৩ আগস্টঃ লকডাউন শব্দটির উল্লেখ নেই নোটিশের কোথাও৷ কিন্তু লকডাউনেরই সমস্ত নির্দেশিকা জারি করে কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি আগামী ২৭ আগস্ট ভোর থেকে ৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত মেনে চলতে নির্দেশ দিয়েছেন৷ পুলিশ সুপারকে বলে দিয়েছেন, এইগুলি যেন কঠোরভাবে পালিত হয়৷

Rananuj

ওই নির্দেশিকায় রয়েছে, শিলচর ডেভেলপমেন্ট এরিয়া, লক্ষীপুর টাউন, সোনাই টাউন, কাটিগড়া বাজার, কালাইন বাজার, বাঁশকান্দি বাজার, ধলাই বাজার ও বড়খলা বাজারে সমস্ত দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷  একমাত্র ফার্মেসিগুলি থোলা রাথা যেতে পারে৷ জেলাজুড়েই সমস্ত সাপ্তাহিক, অর্ধসাপ্তাহিক, দৈনিক, সকালের বা বিকালের সমস্ত ধরনের হাট-হাজার বন্ধ থাকবে৷ তবে গ্রামীণ এলাকায় আশেপাশে আর দোকান নেই, এমন এককভাবে দাঁড়িয়ে থাকা দোকানগুলি সকাল আটটা থেকে  বিকাল চারটা পর্যন্ত খোলা যেতে পারে৷ যানবাহনের চলাচল বলতে শুধু জরুরি সেবা এবং কোভিড সংক্রান্ত যানবাহনই চলাচল করবে৷ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে ভক্তদের আগমন নিষিদ্ধ করা হয়েছে৷ বন্ধ রাখা হয়েছে সমস্ত ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি৷  এমনকী, খেলাধূলা বা কোনও ধরনের বিনোদনেরই অনুমতি নেই৷

তবে অন্য জেলা বা ভিন রাজ্যের গাড়ি চলাচলে কোনও আপত্তি নেই৷ সেই সঙ্গে সমস্ত ব্যাঙ্ক, ডাকঘর সহ সব অফিস-আদালত খোলা রাখার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়৷ চলবে নির্মাণ কাজ, কৃষি ও তার সহায়ক কাজকর্ম এবং চা বাগানের কাজও৷ জেইই, এনইইটির মত পরীক্ষা যথারীতি হবে৷  পরীক্ষাকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই৷  শুধু তাদের হল টিকিট বা আইডি কার্ড সঙ্গে থাকলেই হল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker