Barak UpdatesHappeningsBreaking News
বুধবার ভারতীয় ইতিহাস সংকলন সমিতির কাছাড় জেলা কমিটির অনুষ্ঠান
ওয়েটুবরাক, ২১ মে: ভারতীয় ইতিহাস সংকলন সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আগামী ২২ মে বুধবার শিলচরের মনমোহন ঘোষ-অনিল দাস মেমোরিয়াল কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ সেখানেই সমিতির কাছাড় জেলা কমিটির বার্ষিক পত্রিকা উন্মোচন করা হবে। সেদিন সকাল ১১ টায় আয়োজিত হবে আলোচনা সভা। কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস শীর্ষক আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন রায়। এরপর বার্ষিক পত্রিকা কাছাড় ইতিহাস বার্তার উন্মোচন করবেন অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হেমন্ত ধিং মজুমদার। এছাড়াও উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ প্রচারক শশীকান্ত চৌথাইওয়ালে, সমিতির আসাম রাজ্য সম্পাদক ডঃ নীলাঞ্জন দে, আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান তথা সমিতির কাছাড় জেলা কমিটির সভানেত্রী অধ্যাপিকা সুপর্ণা রায় সহ অন্যান্যরা।