Barak UpdatesHappenings
বি প্লাস থেকে বি ! ন্যাক বিচারে অবনমন আসাম বিশ্ববিদ্যালয়ের
২৩ সেপ্টেম্বর : ন্যাক-এর অ্যাসেসমেন্টে এ বার আরও অবনমন হল আসাম বিশ্ববিদ্যালয়ের। গতবার যেখানে বিশ্ববিদ্যালয় বি প্লাস পেয়েছিল, এ বার সেখান থেকে আরও এক ধাপ নেমে বি-তেই সীমাবদ্ধ থাকতে হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ন্যাকের মোট ৫ পয়েন্টের মধ্যে আসাম বিশ্ববিদ্যালয় পেয়েছে ২.৩৯ পয়েন্ট, গত বছর যা ছিল ২.৯২। অর্থাৎ গত বছর বিশ্ববিদ্যালয় এ গ্রেড না পেলেও এ থেকে সামান্য দূরে ছিল। কিন্তু এ বার হঠাত করে এতটা কমে আসায় বিভিন্ন মহলে ব্যাপক চর্চা চলছে।
একটি সূত্রে জানা গেছে, গত সোমবার দিল্লিতে ন্যাক-এর বৈঠক ছিল। ওই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা নির্ণয় হয়েছে। সূত্রটি জানিয়েছে, গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের সভায় এ বিষয়টি জানানো হয়েছে। এমনকি ন্যাকের সেলফ স্টাডি রিপোর্ট অর্থাৎ এসএসআর-এর জন্যই যে এই অবনমন ঘটেছে, তাও প্রকারান্তরে আইকিউএসি-র পক্ষ থেকে সভায় জানানো হয়েছে। সূত্রটি এও বলেছে, আইকিউএসি-তে ন্যাক সম্পর্কিত অভিজ্ঞ শিক্ষকের অভাব রয়েছে, যার কারণে এসএসআর তৈরিতে সমস্যা হয়েছে। তাছাড়া এসএসআর ভালভাবে যাচাই না করে আপলোড করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সূত্রটি আরও জানায়, এসএসআর আপলোড করে যে লিংক দেওয়া হয়েছে, তা অনেকক্ষেত্রেই খোলেনি। ফলে সময়মত যথাযথ অ্যাসেসমেন্ট করা যায়নি। অন্যদিকে আসাম বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন ধরে আন্দোলন ইত্যাদি কম হয়নি। এ সংক্রান্ত নানা খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। এতে বিশিষ্ট জনেরা এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কতটুকু ভাল বলেছেন, সে প্রশ্নও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।