Barak UpdatesHappeningsBreaking News

বিশ্ব জল দিবসে লক্ষীপুরে সচেতনতা সভা, নৌকাদৌড়, সাঁতার প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ২২ মার্চ : লক্ষ্মীপুরে বরাক নদীর পাশে শনিবার বিশ্ব জল দিবস পালিত হয়। স্থানীয় সিঙ্গেরবন্দের মুতুম লেইকাই ইয়ুথ ক্লাব, ইউনাইটেড নর্থ ইস্ট চ্যারিটেবল সোসাইটি এবং বরাক ইকো সিস্টেম ও ওয়াটার গভরনেন্স রিসোর্স সেন্টার, নিডস এবং ইন্টার এজেন্সি গ্রুপের সহায়তায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে স্থানীয়দের মধ্যে নৌকাদৌড় এবং সাঁতার প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানের মূল কারিগর স্বপন আসাংবাম বলেন, উপত্যকার নদ-নদী এবং জলাশয় সংরক্ষণই এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বরাক নদীর দুপাশে থাকা লোকেদের জীবন-জীবিকা নদীর স্বাস্থ্যের উপর নির্ভরশীল। তাই সর্বাবস্থায় জলের গুনগত মান তথা সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার জন্য দিনটি পালনের নিতান্ত প্রয়োজনীয়তা রয়েছে।

 

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞানের ডিন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। জলবায়ু পরিবর্তনের ফলে বরাক নদী এবং এতে থাকা বিভিন্ন অশ্বখুরাকৃতি হ্রদে (আনুয়া) জলের গুনগত মান যে হ্রাস পাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এগুলোর প্রতিরোধকল্পে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের সহায়তায় অতি শীঘ্রই কিছু কাজ হাতে নেওয়া হবে বলে উল্লেখ করেন।

স্থানীয় ফিশারি অফিসার বিরাজ শর্মা বলেন, জলজ প্রাণী তথা মাছের স্বাভাবিক বাঁচা-বাড়ার জন্য নদী ও জলাশয়ের গুনগত মান বৃদ্ধি একান্ত আবশ্যক। জেলা দুর্যোগ মোকাবিলার পক্ষে উপস্থিত ছিলেন রাজীব গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে আসন্ন বন্যা তথা  দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জল সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। ইন্টার এজেন্সি গ্রুপের মুখপাত্র দেবজিত গুপ্ত বলেন, উপত্যকার নদ-নদী তথা জলাশয় রক্ষার জন্য একটা সংঘবদ্ধ প্রয়াস একান্ত আবশ্যক। স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক রাজেন্দ্র সিংহ নিজের উপলব্ধির কথা উল্লেখ করে বলেন যে, নদীর উপর নির্ভরশীল লোকেদের জীবিকার কথা মনে রেখে দেরিতে হলেও বরাক নদী সংরক্ষণের এই উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানের শেষে নৌকাদৌড় এবং সাঁতার প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৌকাদৌড় প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করে ক্রমে কাইথেল লাইকাই দল এবং মুতুম লাইকাই দল। সাঁতার প্রতিযোগিতা দু’রকমের হয়েছে। ওপেন সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন বীরমঙ্গল সিংহ এবং দ্বিতীয় স্থান দখল করেন আই মঞ্জয় সিংহ। প্রদর্শনী সাঁতার প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করেন ক্রমে আব্দুর রহমান এবং এম নিরাজ সিংহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker