Barak UpdatesSportsBreaking News
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালনে শিলচর ডিএসএ-র উদ্যোগ
ওয়েটুবরাক, ৩০ জুন : আগামী ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালনে উদ্যোগী হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এ উপলক্ষে একজন ক্রীড়া সাংবাদিককে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ সে অনুযায়ী ওই দিন সকাল সাড়ে নয়টায় সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে জেলার বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক রিতেন ভট্টাচার্যকে প্রথম বর্ষীয় সংবর্ধনা-সম্মাননা জানানো হবে৷ জানিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিজেন্দ্রপ্রসাদ সিংহ। বিজেন্দ্রবাবু বলেন, প্রতি বছর তাঁরা এমন দিনে মনোনীত ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা জানাবেন৷ এ বার পুরো অনুষ্ঠানটি আয়োজন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল স্টোর্সের কর্ণধার পার্থপ্রতিম ঘোষ৷
প্রসঙ্গত, ক্রীড়া সাংবাদিকদের উৎসাহিত করতেই ১৯৯৪ সাল থেকে বিশ্ব জুড়ে এ দিন ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়৷ এত দিন ধরে এই দিবস পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)৷ এ বার বাকস কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হাইলাকান্দি স্টেডিয়ামে৷ সেখানে বাকসের পাশে দাঁড়িয়েছেন ক্রীড়া সংগঠক চন্দন শর্মা৷ মনোনীত ক্রীড়া সাংবাদিকদের সেখানে সংবর্ধনা জানানো হবে৷
এ ছাড়া, ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনায় আরও একটি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে বরাকবার্তা হিন্দি নিউজ চ্যানেল৷ এরও পেছনে রয়েছেন এক ক্রীড়া সাংবাদিক সঞ্জীব সিংহ৷ তাঁদের অনুষ্ঠানটি হবে ২ জুলাই সকাল ১০টায়, শিলচর ইলোরা হেরিটেজে৷