NE UpdatesIndia & World UpdatesHappenings
বিশ্ববিদ্যালয়ে বিভাজন বিভীষিকা দিবস
ওয়েটুবরাক, ১৫ আগস্ট : ৭৭তম স্বাধীনতা দিবসে প্রাক্কালে গত সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিভাজন বিভীষিকা দিবস। অনুষ্ঠানের সূচনা হয় পারফরমিং আর্টস বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক দীপেন্দু দাস সবাইকে স্বাগত জানান৷ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ তাঁর ভাষণে দেশভাগ ও তার যন্ত্রণা বিষয়ে সংক্ষেপে আলোকপাত করেন। বক্তব্য রাখেন অধ্যাপিকা শুভ্রা নাগ ও অধ্যাপক অনুপকুমার দে, অধ্যাপক কৃষ্ণ মোহন ঝা, অধ্যাপক গোবিন্দ শর্মা এবং বাংলা বিভাগের গবেষক বিশাখা অধিকারী স্বদেশী কবিতা পাঠ করেন শোনান। ড. পিন্টু সাহার তত্ত্বাবধানে পারফরমিং আর্টস বিভাগের ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন। অধ্যাপক নির্মল কান্তি রায় ও ড. মুরালি বাসার তত্ত্বাবধানে একটি চিত্র প্রদর্শনীও হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী এবং কৃতজ্ঞতা ভাষণ প্রদান করেন অধ্যাপক জগন্নাথ বর্মন।