India & World UpdatesHappeningsBreaking News
বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার অনুমতি দিলেন অধ্যক্ষ ওম বিড়লা
নতুনদিল্লি, ২৬ জুলাই : কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার অনুমতি দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, অধ্যক্ষ বিরোধী জোটকে অনাস্থা আনার অনুমতি দিলেও কখন এই প্রস্তাবটি আলোচনার জন্য লোকসভার কক্ষে পেশ করা হবে তা তিনি জানাননি। তিনি বলেছেন, সব দলের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এবং তারপর আপনাদের জানাব কোন সময় এই অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য সংসদে তোলা হবে।
উল্লেখ্য, মনিপুরে মৈতেই এবং কুকি জনজাতির মধ্যে গত ৩ মার্চ থেকে সংঘাত চলছে এবং এর জেরে মহিলাদের ওপর নির্যাতন এবং অগণিত মানুষের মৃত্যুর অভিযোগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আজ লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট। বিরোধীদের সেই অনাস্থা প্রস্তাব আনার অনুমতি দিয়েছেন অধ্যক্ষ।
এদিন বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাবের নোটিশ পেশ করেন। এরপর অধ্যক্ষ প্রশ্ন করেন, কতজন সাংসদ এই প্রস্তাবদের নোটিশের সম্মতি জানাচ্ছেন? অধিবেশন কক্ষের অধিকাংশ সাংসদ সেই প্রস্তাব পেশে সম্মতি দিলে অধ্যক্ষ সেটিকে গ্রহণ করেন এবং জানান, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় পরে নির্ধারণ করা হবে।