Barak UpdatesHappeningsBreaking News
বিবেকানন্দকে স্মরণ করে জাতীয় যুব দিবস উদযাপন উইমেন্স কলেজে
ওয়েটুবরাক, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করলো উইমেন্স কলেজ শিলচর। রবিবার কলেজ প্রাঙ্গণে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি। কলেজের শিক্ষক-শিক্ষিকা মিলে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। সমবেত ছাত্রীরাও একে একে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে।
পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. তেওয়ারি বলেন, স্বামীজি এক যুগপুরুষ। তাঁর বাণী অধ্যয়ন করলে চরিত্রগঠনের মূল জ্ঞান অর্জন করা সম্ভব। এই চরিত্র গঠনই হলো প্রকৃত শিক্ষার আধার। স্বামীজির জীবনীকে ছাত্রীদের সামনে তুলে ধরে তেওয়ারি বলেন, একজন মানুষ প্রকৃত অর্থে সাফল্য পেতে পারে যখন তার চরিত্র গঠন এবং দেশের প্রতি ভালোবাসা প্রকৃত শিক্ষার মাধ্যমে সে অর্জন করে। তিনি ছাত্রীদের স্বামীজির চিন্তাধারা তাদের দৈনিক কাজকর্মের মাঝে প্রয়োগ করার জন্যে আহ্বান করেন। কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.সুস্পিতা দাস অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আগামী দিনে যুব দিবসে কলেজ ছাত্রীদের নিয়ে কোন বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধদের সঙ্গ দানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে কলেজের এক ছাত্রী একটি সংগীত পরিবেশন করে। উল্লেখ্য এদিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রীদের মধ্যে খেলাধূলার আয়োজন করা হয় এবং পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।