Barak UpdatesHappeningsBreaking News
বিপদ কাটছে ! ক্রমশ কমছে বরাকের জলস্তর
ওয়ে টু বরাক, ৫ জুলাই : গত ২৪ ঘন্টায় টানা বৃষ্টি কিছুটা ধরে আসায় ক্রমশ কমছে বরাকের জল। বৃহস্পতিবার রাত বারোটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত কখনও এক সেন্টিমিটার আবার কখনো চার সেন্টিমিটার করে শিলচর অন্নপূর্ণাঘাটে কমেছে বরাক নদীর জলস্তর। বৃহস্পতিবার রাত একটায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর ছিল ২০.৯৮ মিটার। ২৪ ঘন্টা পর শুক্রবার রাত বারোটায় জল স্তর কমে দাঁড়িয়েছে ২০.৪০ মিটার। অর্থাৎ ২৪ ঘন্টায় জলস্তর কমেছে ৫৮ সেমি।
গত তিন ঘন্টা ধরে অর্থাৎ রাত নটার পর থেকেই জল কমছে দুই সেন্টিমিটার করে। এর আগে অবশ্য সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত ৩-৪ সেন্টিমিটার করে নদীর জল নেমেছে। জলস্তর এই হারে কমতে থাকলেও আগামী ২৪ ঘন্টায় বিপদসীমার নিচে নেমে যাবে। ফলে স্বাভাবিকভাবেই বন্যাক্রান্তদের আতঙ্ক কিছুটা কমেছে। তবে সবকিছুই নির্ভর করছে বৃষ্টিপাতের ওপর।
ইতিমধ্যে শিলচর শহরের কয়েকটি ত্রাণ শিবিরে বন্যা দুর্গতরা আশ্রয় নিয়েছেন। তাদের অবশ্য নিজেদের ঘরে ফিরে যেতে আরো দু-তিন দিন লাগতে পারে। কারণ শহরের অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর কমলেও নিচু এলাকাগুলি এখনো প্লাবিত রয়েছে।