Barak UpdatesHappeningsBreaking News
বিপদসীমার নিচে নামল বরাক
ওয়ে টু বরাক, ৬ জুলাই : বৃষ্টি না হওয়ায় বৃহস্পতিবার রাত থেকেই বরাকের জল নামতে শুরু করেছিল। এ বার শিলচর অন্নপূর্ণাঘাটে বরাকের জল নামল বিপদসীমার নিচে। শনিবার রাত ৮টায় বরাকের জলস্তর দাঁড়াল ১৯.৮১ মিটার। গত এক ঘণ্টায় জল নেমেছে ৪ সেমি।
গতকাল রাত থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে আজ সকাল ১১টায় সবথেকে বেশি কমেছে ৬ সেমি। বাকি সময় কখনও ২ সেমি আবার কখনও ৩ সেমি করেই জল নেমেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই জেলার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। জানা গেছে, শরণার্থী শিবির থেকে অনেকেই এ বার বাড়িমুখো হচ্ছেন।