NE UpdatesHappeningsBreaking News
বিধায়ক হয়েও ছাড়েননি চাকমা পরিষদের সিইএম পদ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি
ওয়েটুবরাক, ৯ জানুয়ারিঃ মিজোরামের চাকমা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য রসিকমোহন চাকমা গত ৭ নভেম্বর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হয়েছেন। কিন্তু এখনও তিনি কোনও পদে ইস্তফা দেননি। নিয়ম লঙ্ঘন করে একসঙ্গে দুই পদ দখলে রাখার অভিযোগ এনে উভয় পদ থেকে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন চাকমা পরিষদের জেডপিএম দলের নেতা ডিডি চাকমা। তিনি রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের কাছে পৃথক চিঠি পাঠিয়ে বলেন, রসিকমোহন পরিষদ রুল এবং সংশোধিত মিজোরাম বিধানসভা সদস্য (অযোগ্যতার জন্য অপসারণ) আইন লঙ্ঘন করেছেন। তাই উভয় পদ থেকে তাঁকে অপসারিত করা হোক। পরিষদ রুলের ১১(১) ধারা উল্লেখ করে তিনি জানান, চাকমা পরিষদের কোনও সদস্য অন্য কোনও পরিষদ বা বিধানসভার সদস্য হতে পারবেন না। হলে ২১ দিনের মধ্যে তাঁকে পরিষদ থেকে ইস্তফা দিতে হবে। কেউ তা না করলে ২১ দিন পর এমনিতেই আসনটিকে ফাঁকা বলে ধরে নেওয়া হবে। ডিডি চাকমা মিজোরাম বিধানসভা সদস্য আইনেরও সংশ্লিষ্ট অংশ তুলে ধরে বলেন, মিজোরাম বিধানসভার কোনও সদস্য কোনও স্বশাসিত জেলা পরিষদ বা গ্রাম পরিষদের সদস্য হতে পারেন না। ডিডি চাকমা অবিলম্বে এমএনএফ নেতা রসিকমোহনের ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য রাজ্যপালের কাছে আর্জি জানান।