Barak UpdatesHappeningsBreaking News
বিজয় দিবসে প্রাক্তন সৈনিকদের সম্মাননা গৈরিক ভারতের
১৬ ডিসেম্বরঃ কেউ ১০ টাকা বেতনে চাকরি শুরু করেছেন, কেউ ৪৫ টাকা, কেউ বা ৬৫ টাকায়। ভারত মায়ের সুরক্ষায় দেশের সীমান্তে গিয়ে কাজ করেছেন, দেশের হয়ে যুদ্ধ করেছেন। দেখেছেন, শত্রুর গুলিতে বিদ্ধ হয়ে পাশের সেনা জওয়ানদের কেউ কাতরাচ্ছেন, কেউ নিহত হয়েছেন। তাঁদের অনেকেই স্ত্রী, পুত্র, বুড়ো মাকে ঘরে রেখে দেশের হয়ে সীমান্তে ছুটে গিয়েছেন, শত্রুর বন্দুকের নিশানায় গিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। তবুও তাদের দমানো যায়নি, কারণ তাঁরা মাত্র একটি কারণে সমস্ত কিছুকে পিছনে ফেলে দেশের হয়ে কাজ করেছেন, আর তা হচ্ছে ভারত মায়ের সুরক্ষা করা।
বুধবার অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের সম্মান জানিয়ে, এক ব্যতিক্রমী “বিজয় দিবস” পালন করল গৈরিক ভারতের কাছাড় জেলা সমিতি।
বুধবার বিজয় দিবস উপলক্ষে গৈরিক ভারতের কাছাড় জেলার প্রতিনিধিরা অরুণাচলের কুমারপাড়াতে গিয়ে অবসরপ্রাপ্ত ৫ সেনা জওয়ানকে সংবর্ধনা স্মারক দিয়ে সম্মানিত করেন। সংবর্ধনা দেওয়া হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ক্যাপ্টেন লবঙ্গচন্দ্র পাল, হাবিলদার সুকুমার চক্রবর্তী, মিলিটারি ইঞ্জিনিয়ারিং বিভাগের হেমচন্দ্র পাল, প্রাক্তন বিএসএফ এসআই অসিতকুমার পাল, প্রাক্তন সাব-ইন্সপেক্টর সিআরপিএফের প্রাক্তন এসআই ভূপেশ পালকে। উপস্থিত ছিলেন গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য, জেলা সংগঠন সম্পাদক মধুমত্তমা দাশ কানুনগো, কাছাড় জেলার সভানেত্রী পম্পি চক্রবর্তী, কার্যকরী সদস্য অসীম চক্রবর্তী, গৌরব দাস, অরুণাচল সমিতির কার্যকরী সদস্য শশাঙ্ক পাল, বিশাল চক্রবর্তী, চন্দন দাস প্রমুখ৷