India & World UpdatesHappeningsBreaking News
বিজেপি থেকে তৃণমূলে যেতে অনশন ! গঙ্গাজল শুদ্ধিকরণ শেষে যোগদান
১৮ জুন : দলের সঙ্গে মত বিরোধের জেরে অনেকেই দল ছাড়েন। কিন্তু এক দল ছেড়ে অন্য দলে যোগদান করার জন্য কর্মীরা অনশন করেছেন, এমন ঘটনা বোধহয় এর আগে আর শোনা যায়নি। ঘটনা পশ্চিমবঙ্গের বীরভূমে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রায় ৩০০ কর্মী বসেছিলেন অনশনে। দীর্ঘক্ষণ অনশন করার পরই তাঁদের দলে যোগদানের ছাড়পত্র দিল তৃণমূল। তবে শিবির বদলানোয় সবাইকে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করার পরই দলে তোলা হয়েছে।
বীরভূমের সাঁইথিয়া বিধানসভার বনগ্রামে শুক্রবার সকাল ৮টা থেকে তৃণমূল কার্যালয়ের সামনে অনশনে বসেন প্রায় ৩০০ বিজেপি কর্মী। তাঁরা দাবি করেন, বিজেপিতে থেকেও কোনও উন্নয়ন করতে পারেননি এলাকার। তাই তৃণমূলের হাত ধরে এলাকায় উন্নয়নের জোয়ার আনতে চান তাঁরা। প্রায় ৪ ঘণ্টা অনশনের পর দুপুর ১২টা নাগাদ দলীয় কার্যালয়ে আসেন এলাকার তৃণমূল নেতারা। অনশনকারী বিজেপি কর্মীদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে তাঁদের ‘শুদ্ধিকরণ’ করানো হয়। তারপর তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে যোগদান করানো হয়।
অনশনকারী এক বিজেপি কর্মী বলেন, “আমরা এতদিন বিজেপি করলেও বনগ্রাম অঞ্চলের কোনও উন্নয়ন করতে পারিনি। উল্টে বিভিন্ন বিক্ষোভের জেরে আমাদের জন্যই এলাকার উন্নয়ন বাধা পেয়েছে। সে কারণে আমরা দুঃখিত এবং লজ্জিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার জন্য আমরা অনশন কর্মসূচি পালন করছি।’ তৃণমূলের বীরভূম জেলার নেতা অভিজিত্ সিংহ জানান, জেলার বিজেপি কর্মীদের তৃণমূলে নেওয়া হলেও রীতিমতো বাছবিচার মেনে তবেই দলে নেওয়া হয়েছে।