Barak UpdatesHappeningsBreaking News
বাল্যবিবাহ : বরাক উপত্যকায় গ্রেফতার ২২৭ জন
ওয়েটুবরাক, ৩ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ পেয়েই বাল্য বিবাহে জড়িতদের বিরুদ্ধে অভিযান তীব্রতর করেছে আসাম পুলিশ৷ বরাক উপত্যকাতেও চলছে ধরপাকড়৷ এ পর্যন্ত তিন জেলায় ২২৭ জনকে গ্রেফতার করা হয়েছে৷ কাছাড়ে ৭২, করিমগঞ্জে ৭৯ ও হাইলাকান্দিতে ধরা পড়েছেন ৭৬ জন৷
করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া বলেন, তাঁর জেলায় ৯২টি মামলা নথিভুক্ত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭৯ জনকে। এর মধ্যে অবৈধ স্বামীর সংখ্যা ৩০ । ৪৯ জন নিকটাত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, রাতাবাড়িতে ১৯, রামকৃষ্ণনগরে ১৮, বদরপুরে ১২, বাজারিছড়ায় ১০, নিলাম বাজারে ৮, করিমগঞ্জ ৭ এবং পাথারকান্দিতে ৫ জন পুলিশের জালে আটকা পড়লেন। এদের সবাইকে সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে। তিনি বলেন, এই বাল্য বিবাহের সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । পুলিশ সুপার বলেন, দোষীদের বিরুদ্ধে প্রিভেনশন অব চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। নাবালিকা মেয়েদের বিবাহ দেওয়া আইন বিরুদ্ধ। এগুলো বন্ধ হওয়া জরুরি।
কাছাড় জেলার থানা ভিত্তিক হিসাব দিয়েছেন পুলিশ সুপার নোমল মাহাত্তা৷ তিনি জানান, সোনাইয়ে ৮টি মামলা নথিভুক্ত হয়েছে, গ্রেফতার করা হয়েছে ১৮ জনকে৷ ধলাই থানায় ১০ মামলা নথিভুক্ত করে ১৬ জনকে ধরে আনা হয়েছে৷ ধোয়ারবন্দ ও লক্ষীপুরে ২টি করে মামলা এবং ধৃতের সংখ্যাও ২ জন করে৷ কাটিগড়ায় ৩টি মামলায় ৪ জনকে, জয়পুরে ৪টি মামলায় ৫ জনকে, কচুদরমে ৩টি মামলায় ৫জনকে, কালাইনে ৫ মামলায় ৫ জনকে, উধারবন্দে ১ মামলায় ১জনকে, শিলচরে ১০ মামলায় ৮ জনকে এবং বড়খলায় ৩টি মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷
হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ দাস বড়ো জানান, হাইলাকান্দি সদর থানায় ৮ জন, লালায় ১৯ জন, কাটলিছড়ায় ৫ জন, আলগাপুরে ১১ জন, পাঁচগ্ৰামে ১৬ জন, রামনাথপুরে ১৩ জন এবং বিলাইপুর থানায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷
বিয়ের অনেকদিন পর এই গ্রেফতারের দরুন অনেক পরিবার নতুন করে এক ঝামেলায় জড়ালেন৷ স্ত্রীদের অধিকাংশের এখন ১৮ পেরিয়েছে, অনেকে এক-দুই সন্তানের মা৷ তাদেরও এখন মুশকিলে পড়তে হয়েছে৷ অনেকের বক্তব্য, মুখ্যমন্ত্রী ভাল পদক্ষেপ করেছেন৷ কিন্তু ধরপাকড় হোক নতুন বাল্যবিবাহের ঘটনায়৷