NE UpdatesAnalyticsBreaking News
বাল্যবিবাহে জড়িতদের বিরুদ্ধে কাল থেকে ব্যবস্থা : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ২ ফেব্রুয়ারি : বাল্যবিবাহে যারা আবদ্ধ হয়েছেন, আগামীকাল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলাকালীন বাল্যবিবাহে অংশ নেওয়া রাজ্যের হাজার হাজার ব্যক্তি ও যুবককে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
এ দিন নগাওয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামীকাল থেকে ৬-৭ দিন এই অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিবাহের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এই অভিযানের সময় বাল্যবিবাহের সঙ্গে জড়িত হাজার হাজার লোককে গ্রেফতার করা হবে। আগে যারা বাল্যবিবাহ করেছেন বা এখন যারা বাল্যবিবাহ করছেন, সবাইকে গ্রেফতার করা হবে। তিনি বলেন, ১৪ বছরের কমবয়সি মেয়েদের যারা বিয়ে করেছেন, বা এ ধরনের কমবয়সি মেয়েদের সন্তানের জন্ম হয়েছে, পসকো আইনের অধীনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, ৯ দিনে রাজ্যে ৫ হাজার মামলা দায়ের করা হয়েছে। এই মামলার সংখ্যা আরও বৃদ্ধি পাবে। জনগণ নতুন নতুন তথ্য পাবেন। জেলে জায়গার অভাব হলে তা বাড়াতে হবে। মোল্লা, জনাব, কাজি, পূজারি যে-ই জড়িত থাকুন না কেন, সবাইকে নজরে রাখা হবে। মুখ্যমন্ত্রী এ দিন জেলা ভিত্তিক দায়ের করা মামলার একটি তালিকাও তুলে ধরেন।