Barak UpdatesHappeningsBreaking News
বার লাইব্রেরিতে নীলাদ্রিই সভাপতি, নতুন সম্পাদক রত্নাঙ্কুর
ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : শিলচর ডিস্ট্রিক্ট বার লাইব্রেরির টানটান উত্তেজনাময় লড়াইয়ে শেষপর্যন্ত নীলাদ্রি রায়কেই সভাপতি পদে নির্বাচিত করলেন আইনজীবী ভোটাররা৷ এককালের তুখোড় বামপন্থী নেতা নীলাদ্রি কিছুদিন ছিলেন কংগ্রেস পরিবারেও৷ তবে অবিজেপি হিসাবেই তিনি আজও পরিচিত৷ কিন্তু বার পরিচালনায় এ বার তাঁকে কট্টর বিজেপি নেতা রত্নাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে ঘর বাঁধতে হবে৷ সম্পাদক পদে রত্নাঙ্কুর এ বারই প্রথম নির্বাচিত হয়েছেন৷ তিনি ২৫৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ কিন্তু একই ঘরানার শান্তনু নায়েক সভাপতি পদে মাত্র ২০২টি ভোট পেয়েছেন৷ সরাসরি লড়াইয়ে নীলাদ্রি রায়ের ঝুলিতে পড়েছে ৩০৪টি ভোট৷ ১৮ আইনজীবী দুই প্রার্থীর প্রতিই তাঁদের অপছন্দের কথা নোটা-র মাধ্যমে জানিয়েছেন৷ সম্পাদক পদে আব্দুল হাই লস্কর ১৯০ ও সত্যজিত দে ৮০টি ভোট পেয়ে পরাস্ত হয়েছেন৷ নোটায় গিয়েছে ৬ ভোট৷
সহসভাপতি পদে জিতেছেন টিংকু বৈদ্য৷ যুগ্ম সম্পাদক অমলাভ দাশ৷ সহসম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ কর৷
শ্বাসরুদ্ধকর লড়াই হয়েছে সহসভাপতি পদে৷ টিংকু বৈদ্য পেয়েছেন ১৯৭ ভোট৷ তাঁর ঘাড়ে নিয়ত শ্বাস ছেড়ে সুমিতা সোম (পোদ্দার) সংগ্রহ করেছেন ১৮৬ ভোটারের সমর্থন৷ এই পদে শুভাশিস চক্রবর্তী পেয়েছেন ১১৫ ভোট৷ নোটায় দিয়েছেন ২৬ জন৷ প্রবল প্রতিদ্বন্ধিতার মধ্যেও নোটাতে এই পদেই সবচেয়ে বেশি ভোট পড়েছে৷ যুগ্ম সম্পাদক পদের জন্যও তিনজন দাবিদার ছিলেন৷ ২১৬ ভোট পেয়ে অমলাভ জিতেছেন৷ জিয়া-উল হক লস্কর এবং পঙ্কজকান্তি দে ক্রমে ১৬৭ ও ১২৪ ভোট পেয়েছেন৷ নোটা ২০৷ প্রায় বিনা লড়াইয়ে জয় হাসিল করেছেন অভিজিৎ৷ সহসম্পাদক পদে তিনি পেয়েছেন ৩৪৬ ভোট৷ প্রতিদ্বন্ধীদের মধ্যে ভিক্টর দাস ৭৮, গোলাব আহমেদ মজুমদার ৪৯ ও নাজির হোসেন মজুমদার ৩৮ জনের সমর্থন আদায়ে সক্ষম হন৷ চারজন প্রতিদ্বন্ধিতা করলেও নোটায় দিয়েছেন ১০ জন৷
সংক্ষেপে বললে, সভাপতি নিলাদ্রী রায়, সহ সভাপতি টিংকু বৈদ্য, সম্পাদক রত্নাংকুর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক অমলাভ দাশ, সহ সম্পাদক অভিজিৎ কর৷