NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বাচ্চু কাডুর মন্তব্য নিয়ে বিধানসভা উত্তাল
ওয়েটুবরাক, ১০ মার্চ: মহারাষ্ট্রের বিধায়ক বাচ্চু কাডুর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বাজেট অধিবেশনের সূচনায় উত্তাল হল অসম বিধানসভা। রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া সন্ত্রাসের বিরুদ্ধে রাজ্য সরকারের সাফল্য, আফস্পামুক্তি, বাল্য বিবাহ বিরোধী অভিযানের সাফল্য নিয়ে বক্তব্য রাখার মধ্যেই বিরোধী বিধায়কেরা বাচ্চুর মন্তব্য নিয়ে সরব হন। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, প্রধানমন্ত্রীর বাবার নাম বিকৃত করার অভিযোগে অসম পুলিশ দিল্লি বিমানবন্দর থেকে কংগ্রেস নেতা পবন খেরাকে ধরে আনতে পারে কিন্তু বাচ্চু অসমবাসীকে এমন অপমান করার পরেও বিজেপি সরকার চুপ। ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম দাবি করেন, বাচ্চুকে অসম বিধানসভায় এনে সকলের সামনে ক্ষমা চাইতে বাধ্য করা হোক। কংগ্রেস বিধায়ক রকিবুল হুসেন, রাইজর দলের বিধায়ক অখিল গগৈ, সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার অবিলম্বে বাচ্চুকে গ্রেফতার করা ও রাজ্যপালের ভাষণে বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও স্পিকার বিশ্বজিৎ দৈমারি বিরোধীদের সংযত থাকার অনুরোধ করলেও প্রতিবাদ থামেনি। বিরোধীরা ওয়াক আউট করেন। রাজ্যপাল ভাষণ সংক্ষেপে সেরে ফেলেন। এ দিন বিধানসভায় অসম সরকারের তরফে জন-নিরাপত্তা রূপায়ণ বিল বেশ করা হয়। সেখানে বলা হয়েছে, জনসমাগম হয় এমন সব স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে। অন্যথায় নেওয়া হবে আইনি ব্যবস্থা।