NE UpdatesHappeningsBreaking News
বাঘজানে মৃত ২ অগ্নি নির্বাপক কর্মীর শেষকৃত্য পূর্ণ রাজ্য মর্যাদায়
১১ জুন : বাঘজান তেলকূপে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া অয়েল ইন্ডিয়ার দুই কর্মী তিখেশ্বর গোহাই ও দুর্লভ গগৈর মরদেহ বুধবার রাতে তাঁদের বাসগৃহে গিয়ে পৌঁছে। সে সময় সেখানে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। প্রথমে তাঁদের নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় অয়েল ইন্ডিয়ার শ্রমিক কার্যালয়ে। সেখানে ডিব্রুগড়ের জেলাশাসক পল্লব গোপাল ঝাঁ, পুলিশ সুপার সুরজিত টি-র পাশাপাশি অয়েল ইন্ডিয়ার শ্রমিকরা শেষ শ্রদ্ধা জানান। এরপর তাঁদের মরদেহ নিয়ে যাওয়া হয় দুলিয়াজান অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের সামনে। সেখানেও তাঁদের শ্রদ্ধা জানানো হয়। পরে টিপলিং শ্মশানে তিখেশ্বর গোহাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।
অন্যদিকে দুর্লভ গগৈ-এর মরদেহ নিয়ে যাওয়া হয় নামরূপে। নামরূপ সার কারখানার আবাসে যাবতীয় নিয়মনীতি পালন করার পর নিয়ে যাওয়া হয় নামরূপ গান্ধী মৈদামে। সেখানে মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর সতীর্থ ও বিভিন্ন দল-সংগঠনের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখান থেকে নামরূপের দিল্লিগাও-এ থাকা তাঁর নিজের বাসভবনে শেষকৃত্য সম্পন্ন হয়। দুজনেরই শেষকৃত্য পূর্ণ রাজ্য মর্যাদায় করা হয়েছে।