Barak UpdatesHappeningsBreaking News
বাইরে ওষুধ, ভেতরে রাশি রাশি মদের কার্টুন, লরি আটক
৩০ জুলাই : ওষুধের কার্টুনের আড়ালে মদের কার্টুন পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল একটি লরি। গুয়াহাটি থেকে রওনা দিয়ে এই লরিটি যাচ্ছিল মণিপুরে। একের পর এক চেকগেট পেরিয়ে এলেও কোথাও বেগ পেতে হয়নি পাচারকারীদের। আসাম থেকে মণিপুর যাওয়ার সময় জিরিঘাটে পুলিশের সন্দেহ হওয়ায় লরিটি আটক করে তল্লাশি শুরু করে। আর তখনই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে।
কাছাড়ের জিরিঘাট ফাঁড়ির পুলিশ মণিপুরগামী এই ওষুধ বোঝাই ট্রাক থেকে ৮০০ কার্টুন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদের কার্টুন বাজেয়াপ্ত করেছে। ট্রাকে মূলত ওষুধের চালান ছিল। কিন্তু বাইরের দিকে কয়েকটি ওষুধের কার্টুনের সারি রেখে ভেতরে মদের কার্টুন পাচার করছিল অসাধু ব্যবসায়ী। জিরিঘাট ফাঁড়ি ইনচার্জ জানান, অসম-মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট চেকগেটে রুটিন মাফিক তল্লাশি চালানোর সময় লরিটি দেখে তাঁদের সন্দেহ হয়। সন্দেহের বশে প্রথমে নথিপত্র যাচাই করেন। তিনি বলেন, এত ওষুধ দেখে পুলিশ দলের সন্দেহ হয়। এরপর লরিতে উঠে তল্লাশি করে দেখেন উপরে এক স্তর ওষুধের কার্টুনের নীচে অসংখ্য বিদেশি মদের কার্টুন। পুলিশ কর্তা জানান, মদের কার্টুন সহ লরি চালক বসন্ত সিংহকে আটক করা হয়েছে।