Barak UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের ঘটনা পরিকল্পিত-নৃশংস, প্রতিবাদ ইয়াসির
ওয়েটুবরাক, ১৭ অক্টোবর : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক আক্রমণকে মানব সভ্যতার জন্য অত্যন্ত লজ্জার বিষয় বলে মন্তব্য করল ইয়ুথস এগেনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)৷ তারা বলেন, হিন্দুদের উপর পরিকল্পিত হত্যাকাণ্ড, পূজা প্যান্ডেল লণ্ডভণ্ড করা এবং দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা বাংলাদেশে সংখালঘু হিন্দুদের বর্তমান অবস্থারই বয়ান করছে। সরকার ‘বধির ও বোবা’ থেকে পরোক্ষভাবে দুর্বৃত্তদের ভাঙচুরকে সমর্থন করছে।
বাংলাদেশের এমন নৃশংস কর্মকাণ্ড এবং সেখানকার সরকারের নীরবতার নিন্দা জানায় ইয়াসি। ভারতের প্রধানমন্ত্রীর নীরবতা এবং এই ধরনের গুরুতর বিষয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয়ের অসতর্ক এবং দুর্বল অগ্রগতি ভারতবাসীকে আঘাত করেছে বলেও অভিযোগ করেছে ইয়াসি। ভারত সরকারকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় ও সম্পাদক আব্দুল মুকিত লস্কর৷ পাশাপাশি বাংলাদেশ সরকারকে সেখানকার হিন্দু সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির যত্ন নেওয়ারও দাবি জানান তাঁরা৷