Barak UpdatesHappeningsBreaking News

বাঁশকান্দিতে কোয়রান্টাইন থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা

২৫ জুন: কোয়রান্টাইন থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করল ২৫ বছরের এক যুবক৷ বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসার দোতলা থেকে বৃহস্পতিবার তিনি লাফিয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান জানান, ১৯ জুন তিনি ভিনরাজ্য থেকে এসেছেন৷ আইএসবিটি-তে লালারস সংগ্রহের পর তাকে বাঁশকান্দিতে কোয়রান্টাইন করা হয়৷ প্রথম থেকেই তাকে ছেড়ে দেওয়ার জন্য হইচই বাঁধাচ্ছিলেন৷ এরা একসঙ্গে ৬৬ জন কোয়রান্টাইন হয়েছিলেন, এর মধ্যে ৬১ জনের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের বাড়ি যেতে দেওয়া হয়৷ সুমিতবাবুর অনুমান, শুক্রবার বাকি ৫ যুবকের রিপোর্ট আসবে৷ নেগেটিভ হলে তাদের শুক্রবার তাদের ছেড়ে দেওয়া হতো৷ এর মধ্যে এই ঘটনা৷

Rananuj

সুমিতবাবু বলেন, আত্মহত্যার চেষ্টার কারণ হিসাবে যুবকের বক্তব্য, তার মা মৃত্যুশয্যায়৷ কিন্তু ছাড়া পাচ্ছিল না৷ তাই এমন কাণ্ড বাঁধায়৷ অতিরিক্ত জেলাশাসক জানিয়ে দেন, তার বক্তব্যের সত্যতা খতিয়ে দেখা হবে৷ মিথ্যা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker