India & World UpdatesHappeningsBreaking News
বর্ষপূর্তিঃ উদযাপন নয়, তাই দেশবাসীকে চিঠি লিখলেন মোদি
30 মেঃ কেন্দ্রে নিজের দ্বিতীয় সরকারের এক বছর পূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন নরেন্দ্র মোদী। বলেন, দেশ এই মুহূর্তে সঙ্কটময় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। স্বাভাবিক পরিস্থিতি থাকলে তিনি এই বর্ষপূর্তি উদ্যাপন করতেন। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বলে চিঠিতেই দেশবাসীর উদ্দেশে কিছু কথা তুলে ধরার চেষ্টা করলেন।
তার গোড়াতেই তিনি ৩৭০ অনুচ্ছেদ, রাম জন্মভূমির রায়, তিন তালাক এবং সংশোধিত নাগরিকত্ব আইনের মতো বিষয়গুলিকে এনেছেন। মোদী বলেন, “৩৭০ অনুচ্ছেদ নিয়ে সরকারের সিদ্ধান্ত দেশের একতাকে আরও মজবুত করেছে। যে রাম জন্মভূমি নিয়ে দীর্ঘ বিতর্ক চলেছে তার অবসান হয়েছে। তিন তালাক প্রথা রদ করা হয়েছে।” আর তাঁর কথায়, সংশোধিত নাগরিকত্ব আইনের সংশোধন হল সবাইকে ভারতের কাছে টেনে নেওয়ার শক্তি এবং সহমর্মিতারই অভিব্যক্তি।
মোদী চিঠিতে লিখেছেন, গত বছরের এই দিন থেকেই ভারতীয় গণতন্ত্রের একটা সুবর্ণ অধ্যায় শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ কয়েক দশক পর ভারতকে একটা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সরকার উপহার দিয়েছে দেশবাসী। আর এ জন্য দেশের ১৩০ কোটি মানুষ এবং ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির কাছে তিনি কৃতজ্ঞ।