Barak Updates
বরাক, বড়োল্যান্ড, পাহাড় আলাদা হলে কাদের নিয়ে থাকবেন অসমিয়ারা, প্রশ্ন প্রদীপ দত্তরায়ের
৩০ অক্টোবরঃ এনআরসি, নাগরিকত্ব বিল ইত্যাদি ইস্যুতে বরাক-ব্রহ্মপুত্রে যে মানসিক দূরত্ব বাড়ছে, এই অবস্থায় বরাক উপত্যকার অসম থেকে বেরিয়ে আসাই উচিত। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে এই মন্তব্য করেছেন প্রাক্তন ছাত্রনেতা, আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়। তিনি বলেন, আসু, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, আলোচনাপন্থী আলফা, অগপ সবাই বড় বাজেভাবে বাঙালির পেছনে পড়েছে। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, বাঙালিদের অসমে থাকাই কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই শান্তিতে থাকার জন্য প্রদীপবাবুর পরামর্শ, রাজ্যটাকে চার টুকরো দেওয়া হোক। বরাক ভ্যালি, বড়োল্যান্ড, পাহাড়ি রাজ্য এবং কামতাপুর।
তাঁর কথায়, আমরা অসমিয়াদের কোনও যন্ত্রণা দিতে চাই না। বরং তারা ভাষাপ্রেম আর সংখ্যালঘুদের নিয়ে শান্তিতে বাস করুন। বদরুদ্দিন আজমল তাঁদের মুখ্যমন্ত্রী হবেন, সেই ভালো।
কিছুদিন আগেও প্রদীপবাবু বরাক-ব্রহ্মপুত্র-পাহাড়-সমতলকে সমান গুরুত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এ দিন তাঁকে সে কথা মনে করিয়ে দিলে প্রাক্তন ছাত্রনেতা বলেন, সোনোয়াল ঠিকই চাইছেন। কিন্তু পরিস্থিতি যে মোড় নিচ্ছে, তাঁর আশঙ্কা, মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন অধরাই থেকে যাবে।
English text here