Barak UpdatesHappeningsBreaking News

পৃথক বরাক চেয়ে শহরে বিডিএফের হোর্ডিং, আন্দোলনের হুঁশিয়ারি

ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর : বরাক পৃথকীকরণের দাবিতে শিলচরের বিভিন্ন জনবহুল স্থানে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে হোর্ডিং লাগানো হয়েছে। এতে বরাক বঞ্চনা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পালনে সরকারি অনীহা, পৃথক বরাকের সম্ভাবনা ইত্যাদি বিষয়  তুলে ধরা হয়েছে।  বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, বরাক পৃথকীকরণের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে স্মারকপত্র দিয়ে এসেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি, কোনও আলোচনার প্রস্তাবও দেওয়া হয়নি। তাই এখন তাঁরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। সেই লক্ষ্যে জনমত সংগঠিত করার প্রথম প্রয়াস হিসেবেই শিলচর শহর জুড়ে হোর্ডিং লাগানো হয়েছে।

Rananuj

বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরও বলেন, এনআরসির কাজ সম্পূর্ণ না করে ১৯ লক্ষ নাগরিককে অধিকার থেকে বঞ্চিত রাখা, ডিলিমিটেশন করে বরাকের রাজনৈতিক অধিকার সংকুচিত করা, ইচ্ছাকৃতভাবে বরাকের চাকরিপ্রার্থীদের বঞ্চনা করা, বরাকের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য না দিয়ে, সিন্ডিকেটরাজের মাধ্যমে এই উপত্যকার অর্থনৈতিক শোষণ, ভাষিক আগ্রাসন ও বিদ্বেষের কথা এইসব হোর্ডিঙে উল্লেখ করা হয়েছে৷

প্রদীপবাবু জানান, বরাক পৃথকীকরণের ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণসমূহ সাধারণের জ্ঞাতার্থে তুলে ধরতে তাঁদের একটি পুস্তিকা প্রকাশের কাজ শেষের পথে। আগামীতে বরাকের বিভিন্ন প্রান্তে সভা করে তাঁরা এই পুস্তিকার পাঁচ লক্ষ কপি জনগণের কাছে পৌঁছে দেবেন। এছাড়া বরাকের তিন জেলায় এই ব্যাপারে বিডিএফের পক্ষ থেকে গনকনভেনশন আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন,  বাধাবিপত্তি আসবেই, সে সরকারি তরফে, কিংবা বরাকের কিছু স্বার্থান্বেষী মহলের তরফে, এসব তাঁরা জানেন এবং এসব নিয়ে তাঁরা বিন্দুমাত্র বিচলিত নন। বরাক পৃথকীকরণের অন্যতম উদ্দেশ্য, বরাকের একশ শতাংশ কর্মপ্রার্থীদের জীবিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিক ভাবে এই উপত্যকাকে উত্তর পূর্বের অন্যতম সমৃদ্ধশালী জনপদ হিসেবে প্রতিষ্ঠা করা। তাঁর কথায়, এই উপত্যকায় মেধার অভাব নেই, অর্থনৈতিক সম্ভাবনা অফুরন্ত, শুধু সরকারি চক্রান্ত আর আমাদের চেতনাহীনতার জন্য সবকিছু হারিয়ে যাচ্ছে। তিনি বরাকের যুবসমাজকে এই ব্যাপারে সংঘবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker