Barak UpdatesBreaking News
বরাকের সন্তান আমেরিকায় পুরস্কৃত
বরাক উপত্যকার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষভাবে সম্মানিত হলেন। কারিগরি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য লাভ করলেন ওল্ড গার্ড আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড। আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারস প্রতি বছর তিন তরুণ বিজ্ঞানীকে এই পুরস্কারের জন্য বেছে নেয়। এ বার অন্য দুইজনের সঙ্গে পুরস্কৃত হলেন শিলচরের বোধায়ন দেব। তিনি মূলত প্রথম রানার আপের সম্মান পেয়েছেন। বোধায়ন কর্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনে রয়েছেন।
৩০ বছর বয়সী এই বিজ্ঞানী শিলচরের ড. বিভাস দেব ও সুমিতা ঘোষ দেবের কনিষ্ঠ পুত্র। পড়াশোনা করেন হলিক্রশ স্কুল ও রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। অ্যাকাডেমিক কৃতিত্বের জন্য তিনি আমেরিকার ওহিও ইউনিভার্সিটি থেকে এমএস এবং ডক্টরেট করার সুযোগ পান।