Barak UpdatesHappeningsBreaking News

বরাককে সমান তালে এগিয়ে নিতে চান হিমন্ত, দাবি দীপায়নের

ওয়েটুবরাক, ১৭ মার্চ: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বরাক উপত্যকার জন্য বেশকিছু প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এর পেছনে প্রধান পরামর্শদাতা হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এই মন্তব্য করে শিলচরের বিধায়ক তথা বিজেপি নেতা দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর প্রতি কৃত়জ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অসমের অন্য জায়গার সঙ্গে বরাক উপত্যকা যাতে তাল মিলিয়ে চলতে পারে, সেটাই মুখ্যমন্ত্রী ড. শর্মার লক্ষ্য। এ ছাড়া, শিলচর শহরের দিকে তাঁর বিশেষ নজর রয়েছে। তাই এখানে ফ্লাইওভার নির্মিত হতে চলেছে।

মুখ্যমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে দীপায়ন জানান, কংগ্রেস যখন এ নিয়ে হাসিঠাট্টা করছিল, সে সময় এই প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখছিলেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এর পর তিনি বিধায়ক হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য উঠেপড়ে লাগেন। বিধায়ক হয়ে প্রথম ভাষণে তিনি শিলচর শহরের যানজট নিরসনে গুরুত্ব দেন। এ প্রসঙ্গেই ফ্লাইওভারের কথা সে ভাষণে বলেছিলেন দীপায়ন। এর পরও এ নিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী কোনও প্রতিক্রিয়া প্রকাশ না করে শিলচরে ফ্লাইওভার নির্মাণের ব্যাপারে ভাবতে থাকেন এবং রাইটসের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে তাদের দিয়ে সার্ভে করান। রাইটসের পরামর্শ মাথায় রেখে তিনি নিজেও বেশ কিছু প্রস্তাব দেন। এখন শিলচরে ফ্লাইওভার শুধু সময়ের অপেক্ষা বলে জানান বিধায়ক দীপায়ন। প্রথম পর্যায়ের কাজের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু শিলচর নয়, পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপনেও মুখ্যমন্ত্রী শর্মা সমান সক্রিয়।‌ বাজেটে মৎস্য সম্পদ যোজনায় শনবিলকে অন্তর্ভুক্ত করে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

এ দিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা কমিটির সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, সম্পাদক সৌমিত্র দেব, প্রচারের দায়িত্ব প্রাপ্ত দেবাশিস সোম এবং দুই মণ্ডল সভাপতি হীরক চৌধুরী ও পিকলু দাস উপস্থিত থেকে মতবিনিময় করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker