NE UpdatesHappeningsBreaking News
বরপেটায় উচ্ছেদ অভিযানে বাধা দিতে গিয়ে আটক বিধায়ক শেরমান
গুয়াহাটি, ২৬ ডিসেম্বর : পুনরায় আটক হলেন বিধায়ক শেরমান আলি। উচ্ছেদ অভিযানে বাধা দিতে গিয়ে আটক হয়েছেন বিধায়ক। বরপেটা পুলিশ বিধায়ককে আটক করেছে। মূলত রাজ্যের সত্র সমূহের মাটি বেদখল করা লোকের বিরুদ্ধেই উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।
বরপেটা সত্রের ৪০০ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালাতেই সোমবার সেখানে পৌঁছে জেলা প্রশাসন। সেসময় বাঘবর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শেরমান আলি উচ্ছেদস্থলে উপস্থিত হয়ে এই প্রক্রিয়া বন্ধ করার কথা বলেন। এমনকি উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার পাশাপাশি বিধায়ক সেখানে ধর্নায় বসে পড়েন। ঠিক তখনই বরপেটা পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিধায়ককে আটক করে। উল্লেখ্য, এর আগেও পুলিশ বিধায়ক শেরমান আলিকে গ্রেফতার করেছিল।
এ দিন সকাল থেকেই সত্রকনরা এলাকায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে দীর্ঘদিন ধরে ৪৫টি পরিবার আশ্রয় নিয়েছিল।