Barak UpdatesHappeningsBreaking News
বন্যার্তদের সাহায্য করে লায়ন্স-লিও শিলচর গ্রেটারের জন্মদিন পালন
ওয়ে টু বরাক প্রতিবেদন, ২ জুলাই : বন্যার্তদের ত্রাণ সামগ্রী তুলে দিয়ে শিলচরে নতুন যাত্রা শুরু করল লায়ন এবং লিও গ্ৰেটার। এ বার চতুর্থ বছরে পা দিল লায়ন্স ক্লাব অব শিলচর গ্ৰেটার এবং তৃতীয় বছরের যাত্রা শুরু করল লিও ক্লাব অব শিলচর গ্ৰেটার। নতুন বছরের প্রথম দিন তিনটি সেবামূলক প্রকল্প হাতে নেন তারা। প্রথমে চন্দ্রপুর এলাকায় বন্যায় আক্রান্ত মানুষদের মধ্যে ৪০০ বোতল পানীয় জল বিতরণ করা হয়। এর পাশাপাশি সচেতনতা সভা এবং ২০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
পরবর্তীতে ত্রাণ বিতরণের জন্য শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ৫০ কার্টুন পানীয়জল তুলে দেওয়া হয় মহারাজের হাতে। সবশেষে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সম্মান জানানো হয় ডাঃ ওয়াই এন সিংকে। উল্লেখ্য, এ নতুন বছরে লায়নস ক্লাব অব শিলচর গ্ৰেটারের ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন তিনি।
এই প্রকল্পটিতে উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অব শিলচর গ্ৰেটারের নবনির্বাচিত সভাপতি দেবরাজ ধর, সম্পাদক লাকি দাস, ক্লাব ডিরেক্টর ইন্দ্রনীল রুদ্রগুপ্ত এবং সদস্য সৌম্যকান্তি সেন।
একই সঙ্গে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব শিলচর গ্ৰেটারের নবনির্বাচিত সভাপতি ঋষভ পুরকায়স্থ, সম্পাদক শ্বেতা রায়, কোষাধ্যক্ষ সৌম্যজ্যোতি ভট্টাচার্য, সহ-সভাপতি শুভজিৎ দাস, সহ-সভানেত্রী পর্ণশ্রী দাস, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর দেবস্মিতা বিশ্বাস, সহ-সম্পাদক ত্রিবর্ণা দেব, ডিরেক্টর জ্যোতিষ দাস , সার্ভিস ডিরেক্টর রওশন কুমার সিং এবং সদস্য পূরবী দাস, মধুমিতা দাস, রাজদীপ দাস, শুভদীপ দাম ও সুমিত ধর।