NE UpdatesHappeningsBreaking News
বজালি কাণ্ডে গ্রেফতার এসপি সিদ্ধার্থ বুঢ়াগোঁহাইও
ওয়েটুবরাক, সেপ্টেম্বর : সুপারি ব্যবসায়ীর কাছে ৫ কোটি টাকা দাবি মামলায় গ্রেফতার হলেন বজালির পুলিশ সুপার সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁই। সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে বজালির ডিএসপি (সদর) পুষ্কল গগৈকেও। তিন দিনের দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর এই দুই পদস্থ পুলিশ অফিসারকে গ্রেফতার করে সিআইডি। তাদের নিয়ে এই মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।
একই মামলায় রবিবার গ্রেফতার হয়েছেন তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী সনোয়াল ও তাঁর স্বামী সুভাষ চন্দ্র, জেলার ভবানীপুর পুলিশ ফাঁড়ির সাব-ইনস্পেক্টর দেবজিৎ গিরি, পাটাচারকুচি থানার এএসআই শশাঙ্ক দাস, এএসপি গায়ত্রী সনোয়ালের দেহরক্ষী এবিসি ইনাজামামুল হাসান, গাড়ি চালক দীপজয় রায়, হোমগাৰ্ড নাবির আহমেদ এবং পাটাচারকুচির ওসি অনুপজ্যোতি পাটির। এছাড়াও গ্রেফতার করা হয়েছে সুপারি সিন্ডিকেটের প্রভাবশালী মধ্যস্বত্বভোগী কিশোর বরুয়াকে। অভিযোগ, বজালির অতিরিক্ত পুলিশ সুপার (প্রাক্তন) গায়ত্ৰী সনোয়ালের নাম করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের তোলা আদায় করতেন কিশোর।
সুপারি কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়লে প্রথমে রাজ্য পুলিশের সদর দফতরে বদলি করা হয়েছিল বজালির পুলিশ সুপার সিদ্ধাৰ্থ বুঢ়াগোহাঁইকে। শুক্রবার রাতে সিআইডির সদর দফতরে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন বিভাগীয় আধিকারিকরা। শনি ও রবিবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সোমবার সকালে গুয়াহাটিতে সিআইডি সদর দফতরে যান ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং। সেখানে তিনি প্রায় দু ঘণ্টা অবস্থান করে সুপারি মামলার বিষয়বস্তু খতিয়ে দেখে বেরিয়ে আসার পর গ্রেফতার করা হয়েছে এসপি বুঢ়াগোহাঁইকে।