NE UpdatesHappeningsBreaking News
বজরঙ দলের অস্ত্র প্রশিক্ষণ, তদন্তের নির্দেশ
ওয়েটুবরাক, ১ আগস্ট : ‘লভ জিহাদ’ রুখতে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির। আসামের মঙ্গলদৈর এই ঘটনায় বিরোধীরা সরব৷ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমাজমাধ্যমেও। এ বার চাপের মুখে তা নিয়ে তদন্তের নির্দেশ দিল আসাম পুলিশ।
প্রায় ৩৫০ তরুণকে নিয়ে পুরোদমে চলছিল অস্ত্র প্রশিক্ষণ। উদ্দেশ্য, লভ জিহাদ রুখে দেওয়া। বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী একাধিক সংগঠন দাবি করে, মুসলিম সম্প্রদায়ের তরুণেরা প্রেমের জালে হিন্দু মহিলাদের ফাঁসিয়ে তাঁদের ধমান্তরণ করছেন। তাকেই উগ্র হিন্দুত্ববাদীরা নাম দিয়েছেন ‘লভ জিহাদ’। যে ভাষা প্রায়ই ব্যবহার করতে দেখা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে।
বজরং দল ওই লাভ জেহাদ ঠেকাতেই অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করেছিল৷ এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই ডিজিপি জিপি সিংহ ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন৷ এর পরই স্থানীয় পুলিশ একটি এজাহার দায়ের করে৷