Barak UpdatesHappenings
ফেন্সিং চ্যাম্পিয়নশিপে কাছাড়ের বিজয়ীদের সংবর্ধনা জানাল ক্রীড়া ভারতী
ওয়েটুবরাক, ১১ নভেম্বর : রাজ্যভিত্তিক ৫ম ফেন্সিং চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলার বিজয়ীদের সংবর্ধিত করল ক্রীড়া ভারতী। বৃহস্পতিবার শিলচরের এক অভিজাত হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়।
কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান, উৎসাহিত করেন৷ ছিলেন আসাম প্রদেশ ক্রীড়া ভারতীর যুগ্ম-সচিব পূর্ণেন্দু দাস, জেলা সভাপতি বিবেক পোদ্দার, সহ-সভাপতি মনিধন সিং, উপদেষ্টা গোপেন্দু চৌধুরী, গোপাল রায়, শংকর দাস অরিন্দম, কঙ্কন নারায়ন শিকদার প্রমুখ। অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে জেলাশাসক জল্লি ছাড়াও বক্তৃতা করেন পূর্ণেন্দু দাস ও বিবেক পোদ্দার।
জেলাশাসক জল্লি বলেন, করোনা আবহে দীর্ঘদিন খেলাধূলা বন্ধ ছিল। তবে বর্তমানে সরকার তথা জেলা প্রশাসনের তরফ থেকে খেলাধূলাকে পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। ফেন্সিং এর পরিকাঠামো উন্নয়ন নিয়ে সরকারি পর্যায়ে বিভিন্ন আলোচনা চলছে। পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে অলিম্পিকে গ্রাম-গ্রামান্তরে খেলোয়াড়রাও অংশ নিচ্ছে এবং দেশের নাম উজ্জ্বল করছে। হায়দ্রাবাদকে যদি ভারতবর্ষের ব্যাডমিন্টন ক্যাপিটাল বলা হয়, হরিয়ানাকে রেসলিং ক্যাপিটাল, তাহলে শিলচরকেও ভারতবর্ষের ফেন্সিং রাজধানী করা যাবে বলে তিনি আশাবাদী। তিনি অভিভাবকদেরকেও ছাত্রদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় প্রেরণা দেবার আহ্বান জানিয়েছেন। পড়ুয়াদের বিশেষ করে মেয়েদের আন্তরাষ্ট্রীয় স্তরে খেলাধুলার লক্ষ্য রাখতে পরামর্শ দিয়েছেন জেলাশাসক জল্লি। তিনি বলেন খেলাধূলা শুধু শারীরিক সৌন্দর্য বা সুস্থ থাকার জন্য নয়, মানুষের মনোবলও বৃদ্ধি করে। আর ওই দৃঢ় মানসিকতার জন্য ছাত্রছাত্রীরা পরবর্তী জীবনে সফলতা লাভ করে।