India & World UpdatesHappeningsSportsBreaking News
ফাইনালে ভারত, ১১ বল বাকি থাকতেই জয়

ওয়েটুবরাক, ৪ মার্চ: ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ভারতের। অস্ট্রেলিয়ার ২৬৪ রানের জবাবে ভারত করল ৬ উইকেটে ২৬৭। রাহুল ৪২ এবং জাডেজা ২ রানে অপরাজিত থাকলেন। দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে ৮৪ রানে মাঠ ছাড়েন বিরাট কোহলি।
এদিন টস জিতে শুরুতে ব্যাটিং করে ইনিংসের তিন বল বাকি থাকতেই ২৬৪ রান তুলে অস্ট্রেলিয়া। ৯৬ বলে ৭৩ রান করেন দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়া মিডল অর্ডারে নামা উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি করেন ৬১ রান।
ভারতের হয়ে দশ ওভারে মাত্র ৪৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন মোহাম্মদ শামি। এছাড়া দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা নেন দুটি করে উইকেট।
পাঁচ উইকেট হাতে রেখেই যখন জয়ের দোরগোড়ায় ভারত, ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে গিয়ে আউট হন ২৪ বলে ২৮ রান করা হার্দিক পান্ডিয়া। পরে জাদেজাকে নিয়ে ভারতীয়দের জাহাজ জয়ের বন্দরে নোঙর করেন রাহুল।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান এলিস ৪৯ রান খরচ করে এবং অ্যাডাম জ্যাম্পা ৬০ রানে দুটি করে উইকেট নিয়েছেন।