Barak UpdatesHappeningsBreaking News
ফলপ্রকাশের আগেই মার্কশিট, এবিভিপির আন্দোলনে ছুটিতে পাঠানো হল পরীক্ষা নিয়্ন্ত্রককে
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বরঃ স্নাতক পর্যায়ের পরীক্ষার ফল বেরোয়নি তখনও। কিন্তু মার্কশিট পরীক্ষার্থীদের হাতে হাতে। আসাম বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শুক্রবার পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তাঁকে বরখাস্তের দাবি জানায়। বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সকালে কাছাড়ে বিশ্ববিদ্যালয়ের গেটে জড়ো হন। তাদের সমর্থনে এগিয়ে যান বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সমর্থকরাও। গেট আটকে বিক্ষোভ প্রদর্শনের পর তাঁরা সাক্ষাত করেন উপাচার্য রাজীবমোহন পন্থ ও রেজিস্ট্রার প্রদোষকিরণ নাথের সঙ্গে।
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও গুরুত্ব পায় পরীক্ষা সংক্রান্ত বিষয়েই। তাঁরা অভিযোগ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তি পর্ব সেরে ক্লাশ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় সবে স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলপ্রকাশ করেছে। এর দরুন এই বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীদের অন্যত্র ভর্তির জন্য এক শিক্ষাবর্ষ লোকসান হয়ে যায়। এর ওপর এ বার যে ব্যাপার ঘটে গিয়েছে, তাঁদের কথায়, এমন ঘটনা ভারতে আর কখনও কোথাও ঘটেনি। ফলাফল নিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ ওঠে, কিন্তু ফলপ্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মার্কশিট আপলোডের মতো ব্যাপার আর শোনা যায়নি।
বৈঠক শেষে রেজিস্ট্রার প্রদোষকিরণ নাথ জানান, ফল প্রকাশের মার্কশিট আপলোডের ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায়কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে পাঠানো হয়েছে। তাঁর কথায়, তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ করবে।