Barak UpdatesHappenings
প্লাজমা দাতা ১০ বিএসএফ জওয়ান সহ ১৩ জনকে করিমগঞ্জে সংবর্ধনা
১৪ সেপ্টেম্বর: সীমান্ত সুরক্ষা বাহিনী শুধু দেশের সীমান্ত সুরক্ষাই করে না, প্লাজমা দিয়েও সাধারণ মানুষের প্রাণ বাঁচায়৷ তাঁরা আমাদের অনুপ্রেরণা৷ তাঁদের দেখে অন্যরাও যেন প্লাজমা দিতে এগিয়ে আসেন, কোভিড জয়ীদের উদ্দেশে এই আহ্বান জানান বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর বরাক শাখার সহ-সংযোজক লোপামুদ্রা চৌধুরী। বিশ্ব ভ্রাতৃত্ব দিবস উপলক্ষে আয়োজিত প্লাজমা দাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ভাবেই নিজের অভিমত তুলে ধরেন শিক্ষাবিদ চৌধুরী।
‘এক ভারত বিজয়ী ভারতে’র জেলাপ্রমুখ ড. মৃনাল কান্তি দত্তের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্লাজমা দাতা ১০ জন বি এস এফ জওয়ান, দুজন সামাজসেবক ও একজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন বিএসএফের ৭ নং ব্যাটালিয়নের তেজ বাহাদুর সিং, সুরেন্দ্র স্বামী, প্রণয় সরকার, ৬০ নং ব্যাটালিয়নের নরেন্দ্র কুমার, ১৩১ নং ব্যাটালিয়নের মুরলিধর সানি, চন্দন কুমার, নরেন্দ্র কুমার, যশরাজ সিং, ৯০ নং ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট বিশ্বরাম মিনা, ১ নং ব্যাটালিয়নের নন্দু লাল এবং শিলচরবাসী সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ, নিলামবাজারের সরকারি কর্মচারী আলোক দাস, পাথারকান্দি চতুররঙ্গের কর্মী পীযুষ কুমার দেব ৷ এদিন তাদের হাতে স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ।
এদিন অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী প্রভাসানন্দ মহারাজ ।