Barak UpdatesHappeningsBreaking News
প্রয়াত ইয়েচুরির শ্রদ্ধায় বিশেষ সভা সিপিএম কাছাড় জেলা কমিটির
ওয়ে টু বরাক, ১২ সেপ্টেম্বর : ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর খবর শুনে সিপিআই(এম) কাছাড় জেলা কমিটির কার্যালয়ে বৃহস্পতিবার এক শ্রদ্ধাজ্ঞাপন সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দলের আসাম রাজ্য সম্পাদক সুপ্রকাশ তালুকদার উপস্থিত ছিলেন।
সীতারাম ইয়েচুরির মৃত্যুতে সিপিআই(এম) দলের অপুরণীয় ক্ষতি হল বলে মন্তব্য করেছেন সুপ্রকাশ তালুকদার। তিনি বলেন, ইয়েচুরি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই তিনি সিপিআই(এম) দলের সঙ্গে যুক্ত হন। তিনি ছিলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি।
সুপ্রকাশ তালুকদার আরও বলেন, সীতারাম ইয়েচুরি ১৯৮৫ সালে খুবই অল্প বয়সে সিপিআই(এম) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ১৯৯২ সনে দলের পলিটব্যুরো সদস্য নির্বাচিত হন। ২০১৫ থেকে মৃত্যুর পূর্ব অবধি তিনি এই দলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৫ থেকে ২০১৭ অবধি ছিলেন রাজ্যসভার সদস্য।
তালুকদার বলেন, সীতারাম ইয়েচুরি পার্টির নবরত্ন ই এম এস নামবুদ্রিপাদ, বাসুপন্নিযা, হরকিষান সুরজিৎ প্রমুখের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বিভিন্ন দলের সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দেশের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে সীতারাম ইয়েচুরির মৃত্যুতে দলের ক্ষতি হল তা সহজে পূরণ করা যাবে না।
এই সভায় প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন দলের জেলা সম্পাদক দুলাল মিত্র। সভায় প্রয়াতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমীরণ আচার্য। উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় দলের জেলা কার্যালয় শিলচর মালুগ্রাম শহীদ স্মৃতি ভবনে সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দল এক স্মরণ সভার আহ্বান করেছে।