Barak UpdatesHappeningsBreaking News
প্রেমতলার রেস্টুরেন্টে অশ্লীলতার অভিযোগে ভাঙচুর, উত্তেজনা
২২ নভেম্বরঃ অশ্লীলতার অভিযোগে শিলচর প্রেমতলার এক রেস্টুরেন্টে হামলা চালাল একদল যুবক। তাদের অভিযোগ, চিটচাট সাইবার কাফে কাম রেস্টুরেন্টে অশ্লীলতা চলে। তারা বেশ কিছুদিন ধরে খোঁজখবর নিচ্ছিলেন। রবিবার রাতে হাতেনাতে ধরে ফেলেন এক জোড়া যুবক-যুবতীকে। ‘জয়শ্রীরাম’ ধ্বনিতে তারা পরে রেস্টুরেন্টের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে ওই যুবক-যুবতী এবং রেস্টুরেন্ট মালিককে থানায় তুলে নিয়ে আসে। তবে থানা সূত্রে জানা গিয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, পাশের এক দালানবাড়ি থেকে ভাঙচুরের ভিডিও করছিলেন এক যুবক, জয়শ্রীরাম স্লোগানে তার দিকেও এগিয়ে যায় যুবকদল।
শিলচর শহরে ম্যাসেজ পার্লারে অশ্লীল ছবি তুলে প্রতারণার ঘটনার পর প্রেমতলায় সাইবার কাফে কাম রেস্টুরেন্টে অশ্লীলতার অভিযোগে শহরের সাধারণ জনতা উৎকণ্ঠায়। তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, কোনও ধরনের অশ্লীলতা বা কাউকে হাতেনাতে ধরার অভিযোগ অসত্য৷