NE UpdatesHappeningsBreaking News
প্রাক্তন বিধায়ক রাধাকিশোরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল মণিপুর বিজেপি
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর : মণিপুরের প্রাক্তন বিধায়ক লাইশ্রম রাধাকিশোর সিংহকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল বিজেপি। দলের প্রদেশ সভাপতি এ সারদা দেবী জানান, “দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷” তবে কোনও ঘটনায় তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন, সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করেননি তিনি৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, মণিপুর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান পদে তাঁকে সরিয়ে বিধায়ক উশাম দেবেনকে নিযুক্তিতে ক্ষিপ্ত হন রাধাকিশোর। ২০১৭ সালের ২৪ মার্চ থেকে রাধাকিশোর সিংহই ওই পদে ছিলেন। সাড়ে পাঁচ বছর পর গত ২০ সেপ্টেম্বর তাঁর জায়গায় উশামকে নিযুক্তির কথা ঘোষণা করে সরকার। এই নির্দেশ খারিজ করার আর্জি জানিয়ে হাই কোর্টে যান রাধাকিশোর। উশামের নিযুক্তির ওপর স্থগিতাদেশ জারি করে আগামী ১৬ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি মুরলিধরন। বিজেপি সরকারের নিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্যই তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দলের এক কর্মকর্তা জানিয়েছেন।
২০০০ সালে এনসিপি টিকিটে প্রতিদ্বন্ধিতা করে পরাস্ত হয়েছিলেন রাধাকিশোর সিংহ। দুই বছর পর ফের বিধানসভা নির্বাচন হলে একই দলের প্রার্থী হিসেবে তিনি প্রথমবার বিধানসভায় প্রবেশ করেন। ২০০৭ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে হেরে যান। পরের নির্বাচনে ছিলেন আঞ্চলিক দল মণিপুর স্টেট কংগ্রেস পার্টি (এমএসসিপি)-র প্রার্থী। সে বারও জিততে পারেননি। ২০১৭ সালে প্রথম পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্ধিতা করেন এবং বিজয়ী হন। এ বারের ভোটে অধিক সংখ্যক আসনে জিতে বিজেপি ফের সরকার গড়লেও ওইনাম আসনে পরাজিত হন রাধাকিশোর।