Barak UpdatesHappeningsBreaking News

প্রাক্তন ডাক অধীক্ষক পরিমল দেব প্রয়াত

৭ ফেব্রুয়ারি: বৃহত্তর তারাপুর অঞ্চলের সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের সদা উদ্যমী সেই মানুষটি আর নেই। কখনও না ফেরার দেশে পাড়ি দিলেন ডাক বিভাগের প্রাক্তন অধীক্ষক তথা অঞ্চলের অভিভাবকসুলভ ব্যক্তিত্ব পরিমল দেব। শনিবার রাত সোয়া নয়টা নাগাদ তিনি শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭। রেখে গেছেন স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুলেখা দেব, ছেলে প্রজ্বোল সুদীপ দেব, দুই মেয়ে সুস্মিতা দেব, সুদীপ্তা দেব ও জামাতা সহ নাতি-নাতনিদের। পরিমল দেবের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে অঞ্চলজুড়ে।

বরাবর মেধাবী ছাত্র পরিমল দেব সত্তরের দশকে ডাক বিভাগে যোগ দেন । নিজের নিষ্ঠা, অধ্যবসায়ের জোরে পদোন্নতির এক একটা ধাপ পেরিয়ে সামনের দিকে এগিয়ে যান। ২০০৪ সালে অবসর নেন দার্জিলিং জেলার বরিষ্ঠ ডাক অধীক্ষক হিসেবে। ডাক বিভাগে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিকবার তিনি মর্যাদাসম্পন্ন ‘ডাকসেবা অ্যাওয়ার্ড’ সহ বহু পুরস্কারে সম্মানিত হন । পেশাগত জীবনের বাইরে সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরেও ছিল তার অনন্য পরিচয়। তিনি ছিলেন একজন শক্তিশালী অভিনেতা, নাট্যকার এবং নির্দেশক। পুরনো দিনে সত্যজিৎ রায়ের ঘরে-বাইরে সিনেমা খ্যাত গোপা আইচের সঙ্গেও তিনি অভিনয় করেছেন। ‘তারাপুর পাইওনিয়র’ ক্লাবের সূচনাপর্বে অঞ্চলের ছেলেমেয়েদের সাংস্কৃতিক স্রোতে নিয়ে আসতে তাঁর বিরাট ভূমিকা ছিল । ১৯৬১’র ভাষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পরিমল দেব। আন্দোলনের পুরোধা প্রয়াত পরিতোষ পালচৌধুরীর সঙ্গে ছিল তাঁর নিবিড় সম্পর্ক ।

অবসর জীবনেও তিনি নিজেকে জড়িয়ে রেখেছিলেন বিভিন্ন সামাজিক কাজকর্মে। তারাপুর অঞ্চলের বহু গণদাবিকে আন্দোলনের রূপ দিতে তিনি ছিলেন সক্রিয় ভূমিকায় । গ্রাহক সুরক্ষা সমিতির তিনি ছিলেন উপ-সভাপতি এবং ডাক বিভাগের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও ছিলেন। তাছাড়া প্রণবানন্দ বিদ্যামন্দিরের বোর্ড মেম্বার সহ বহু সংস্থার পদাধিকারী।

তবে সাম্প্রতিক কালে তাঁর শরীর ভালো যাচ্ছিল না। কয়েক মাস আগে হারিয়েছেন ছোট ছেলে প্রশান্ত প্রতিম দেবকেও । ভাঙছিল শরীর ও মন। এরমধ্যে আকস্মিক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি করতে হয় । প্রায় সপ্তাহাধিক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেও ফের অবস্থার অবনতি হয় । এরপর শনিবার রাতে বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান । রবিবার শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । হাসপাতাল, বাড়ি এবং শ্মশানে জমে ওঠে প্রিয়জনদের ভিড়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ব্যাপক অঞ্চলে । শোক ব্যক্ত করেছে ডাক বিভাগের পেনশনারস অ্যাসোসিয়েশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker