India & World UpdatesHappeningsBreaking News
নিট-ইউজি প্রশ্নফাঁস : মূল পান্ডাকে বিহারে গ্রেফতার
ওয়েটুবরাক, ১২ জুলাই: প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূল পান্ডাকে বিহারে গ্রেফতার করল সিবিআই। ধৃত রাকেশ রঞ্জন ওরফে রকির কাছ থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় বিহার থেকে দশজনকে গ্রেফতার করল সিবিআই৷ এদের মধ্যে রাকেশের মামা সঞ্জীব মুখিয়াও রয়েছে। দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে ধৃতের সংখ্যা ৩০।
এদিকে, বৃহস্পতিবারই সিবিআই সুপ্রিম কোর্টে নিট তদন্ত নিয়ে হলফনামা পেশ করেছে। তাদের দাবি, স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বটে, তবে সেটা স্থানীয় স্তরে। সোশ্যাল মিডিয়ায় ওই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েনি। ফলে তার প্রভাব ব্যাপক হওয়ার কথা নয়।
কেন্দ্র ইতিমধ্যেই হলফনামা দিয়ে শীর্ষ আদালতকে জানিয়েছে, নিটে অব্যবস্থার অভিযোগের তদন্ত হয়েছে। যা থেকে দেখা গিয়েছে, নিট-২০২৪ পরীক্ষায় সর্বত্র বা বৃহৎ স্তরে অনিয়ম হয়নি। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে স্থানীয় বা বিশেষ স্তরে কিছু পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়ার যে অভিযোগ, সেটিও অমূলক বলেই দাবি করা হয়েছে।