Barak UpdatesHappeningsBreaking News

প্রধানমন্ত্রী কিষান বিমার ভুয়ো বেনিফিশিয়ারির বিরুদ্ধে মামলার নির্দেশ পিএসির

ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর: বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরীর নেতৃত্বে কাছাড় জেলা সফরে এসেছে আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ কাছাড় জেলায় প্রধানমন্ত্রী কিষান বিমায় ১৮ হাজার ৪৮৩ জন ভুয়ো বেনিফিশিয়ারি খোঁজ পান তাঁরা৷ পিএসি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে । কমিটির সদস্যগণ সোমবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমুখী বিভাগের প্রকল্পগুলি পর্যালোচনা করার সময় এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনায় অন্তর্ভুক্ত বেনিফিশিয়ারি তদন্তের সময় যাতে প্রকৃত বেনিফিশিয়ারিরা বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখতে সভায় নির্দেশ দেওয়া হয়। জেলায় পূর্ত বিভাগের কাজকর্মে কমিটির বিধায়ক সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন। শিলচর বাইপাসের কাজ শেষ করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাইপাস খুলে দেওয়া হবে বলে সভায় জানিয়ে দেওয়া হয়। খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের প্রকল্পগুলি খতিয়ে দেখার সময় কমিটির বিধায়ক সদস্যগণ শীঘ্রই জেলার গনবন্টনের আটা সামগ্রি যথাযথভাবে বন্টন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে গ্রাহকদের সঙ্গে সরেজমিনে গিয়ে কথা বলবেন বলে সভায় জানিয়ে দেন।

জেলায় এ পর্যন্ত ৫১৩০ জন রেশনকার্ডধারী নাগরিক রেশন কার্ড থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। বনজ সম্পদের অবৈধ ব্যবসা কঠোরভাবে বন্ধ করতে উৎসমূলে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন কমিটির সদস্যরা। জেলায় গত কয় বছরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সম্পর্কে অভিযোগের উত্তরে প্রশাসন থেকে ক্ষতিপূরণকারীদের ক্ষতিগ্রস্ত বাসস্থানের ফটো রয়েছে বলেও জানানো হয়। কমিটির সদস্যরা ক্ষতিপূরণ দেওয়া ব্যক্তিদের নামের তালিকা কমিটির কাছে জমা দিতে ডিজাস্টার ম্যানেজমেন্টকে নির্দেশ দেন। জলসেচ বিভাগের নয়জন সদস্য বিভাগের কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করেন । স্বরাষ্ট্র বিভাগের কাজকর্ম খতিয়ে দেখার সময় কমিটির সদস্যরা মিজোরামের আগ্রাসী মনোভাবের মুখে রাজ্যের জমির অখন্ডতা রক্ষার্থে জেলাশাসক ও পুলিশ সুপারের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ জানান।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে কাটিগড়া, শালচাপড়া ও বাশকান্দি ব্লকে বিভিন্ন অনিয়মসংক্রান্ত প্রশাসনিক তদন্ত সম্পর্কে কমিটিকে অবহিত করতে সভায় জানিয়ে দেওয়া হয়। জেলাশাসক কীর্তি জল্লি সভায় জানান, তদন্তের অগ্রগতি ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার কাছাড় জেলার উধারবন্দ, সোনাই এবং ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিভাগের প্রকল্পগুলি সরেজমিনে পরিদর্শন করেন। কমিটির সদস্যরা হলেন মানব ডেকা, উৎপল বরা, বসন্ত দাস, রমেন্দ্রনারায়ণ কলিতা, ভবেন্দ্রনাথ ভরালি, গোবিন্দ চন্দ্র বসুমাতারি, হাফজ বশির আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ এবং করিম উদ্দিন বড় ভূঁইয়া।,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker