Barak UpdatesHappeningsBreaking News
প্রদীপ জ্বালানোকে সমর্থন করবেন না: দুলাল মিত্রWe will not support lighting candles: Dulal Mitra
৫ এপ্রিল: রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য ঘরের সব আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে করোনা প্রতিরোধ করার যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এর সমালোচনায় মুখর হয়েছে সিপিএম৷ পলিটব্যুরো থেকে জেলা কমিটি সবাই ঘরে থেকেই পাল্টা প্রচারে মেতেছেন৷ সিপিএমের শিলচর জেলা কমিটির সম্পাদক দুলাল মিত্রও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন, প্রদীপ জ্বালিয়ে করোনা ঠেকানোর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷
বিভিন্ন বিজ্ঞানকর্মীর এমনই অভিমত বলে দাবি করেন তিনি৷ দুলালবাবু বলেন, সংঘ পরিবারের হিন্দুত্ববাদীরা মোদির এই ঘোষণাকে প্রতিষ্ঠিত করার জন্য জ্যোতিষশাস্ত্রের দোহাই দিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয় । জ্যোতির্বিদ্যা হল বিজ্ঞান। তাই প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সমর্থন না করতেই আহ্বান জানান তিনি৷