Barak UpdatesHappeningsBreaking News
প্রথম মৃত্যুবার্ষিকীতে পীযূষকান্তি দাসকে স্মরণ
ওয়েটুবরাক, ২৭ মে: বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী পীযূষকান্তি দাসের প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ ২৭ মে তারিখে নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে প্রয়াত দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান সংস্থার কর্মকর্তা, সদস্যবৃন্দ৷ সংক্ষেপে স্মৃতিচারণও হয়৷
পরে “পীযূষ কান্তি দাস মেমোরিয়াল ট্রাস্ট”-এর পৃষ্ঠপোষকতায় উত্তর কৃষ্ণপুর গ্রামের মানুষ এবং শিলচর মেডিকেল কলেজের সামনে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের হাতে মাস্ক, সেনিটাইজার, সাবান, হ্যান্ড ওয়াশ ইত্যাদি বিতরণ করা হয়৷ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে তাদের সরকারি নির্দেশ পালন করতে এবং নিয়মিত মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়৷ এ ছাড়া, সাংবাদিক এবং সংবাদকর্মীদের মধ্যেও মাস্ক, সেনিটাইজার, সাবান , হ্যান্ড ওয়াশ ইত্যাদি বিতরণ করা হয়েছে। “পীযূষ কান্তি দাস মেমোরিয়াল ট্রাস্টে”র পক্ষে শান্তশ্রী সোম, শিঞ্জিনী সৌহার্দ্য, শাশ্বতী ভট্টাচার্য, তারাশঙ্কর দাস, ডঃ কিন্নর দাস এবং নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে দিলু দাস, জয়দীপ চক্রবর্তী, রাজদীপ দেবরায় প্রমুখ আজকের কর্মসূচিতে অংশ নেন ।
প্রসঙ্গত, করোনা বিধির কথা মাথায় রেখে সীমিত পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হয়৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকেও প্রথম মৃত্যুবার্ষিকীতে পীযূষকান্তি দাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়৷ প্রয়াত দাস বরাক বঙ্গের শিলচর শহর আঞ্চলিক কমিটির কার্যবাহী সদস্য ছিলেন৷