Barak UpdatesHappeningsBreaking News

পিএমইজিপিতে ঋণদান সহজতর করতে বরাকের ব্যাঙ্কারদের বললেন খাদির ডিসিইও

ওয়েটুবরাক, ২৫ জুলাই : সোমবার কেন্দ্র সরকারের খাদি ও গ্রামীণ শিল্প বিভাগ (এমএসএমই মন্ত্রক)-এর দ্বারা শিলচরের ডিআরডিএ কনফারেন্স হলে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি (পিএমইজিপি) নিয়ে কাছাড়ের সকল ব্যাঙ্কারের সঙ্গে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় l

কাছাড়ের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার  রাজীব রায় তাতৈ পৌরোহিত্য করেন৷ এই পর্যালোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে ছিলেন খাদি ও গ্রামীণ শিল্প বিভাগের উত্তর-পূর্বাঞ্চলের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ড: সুকোমল দেব৷ সকল ব্যাঙ্কারদের তিনি বলেন, বেকার যুবক-যুবতী বা যারা এন্টারপ্রেনার হতে চান, তাদেরকে পিএমইজিপি কর্মসূচির অধীনে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে৷ এর মধ্যে ৩৫ শতাংশ ঋণ অনুদান হিসেবে দেওয়া হবে l কাজেই ছোট থেকে বড় সকল পর্যায়ের উদ্যমীদেরকে আর্থিক অনুদান দেওয়ার ক্ষেত্রে সকল ব্যাংকারদের এক বড় ভূমিকা রয়েছে l

তিনি সকল ব্যাংকারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বরাক উপত্যকায় নতুন উদ্যোগ সৃষ্টি করতে হবে এবং বেকার যুবক-যুবতীদেরকে সহজে ঋণ প্রদান করার ক্ষেত্রে আন্তরিক ভাবে সহায়তা করতে হবে l তিনি বলেন, পিএমইজিপি কর্মসূচির পরিবর্তন হয়ে বর্তমানে পিএমইজিপি ২.০ নামে গত পয়লা জুন থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে l সংশোধিত এই নির্দেশিকা অনুসারে পরিষেবা বা ট্রেডিং ইউনিটের জন্য সর্বাধিক প্রকল্প ব্যয় ছিল ২০ লক্ষ টাকা৷ পরিষেবা খাতের জন্য প্রকল্পের মোট ব্যয় বেশি হলে, ব্যাঙ্কগুলি কোনও ভর্তুকি ছাড়াই বাকি পরিমাণ প্রদান করতে পারে৷ ঋণগ্রহীতার দ্বারা ইডিপি প্রশিক্ষণ শেষ করে এবং পোর্টালে আপলোড করার পরেই মার্জিন মানি দাবি করা যেতে পারে।

এখন সব সংস্থাই গ্রামীণ ও শহরাঞ্চলে পিএমইজিপি বাস্তবায়ন করতে পারে। উৎপাদন ইউনিটের জন্য সর্বাধিক প্রকল্প ব্যয় ৫০ লক্ষ টাকা। রেশম চাষ, হর্টিকালচার, ফ্লোরি কালচার ইত্যাদির সাথে খামারের বাইরের বা খামার সংযুক্ত কার্যক্রমগুলিকে পিএমইজিপি-এর অধীনে অর্থায়ন করা যেতে পারে। পশুপালনের সাথে যুক্ত শিল্প/ব্যবসা এখন পিএমইজিপি-এর অধীনে অর্থায়ন করা যেতে পারে। এছাড়া আরও বেশ কিছু সংশোধন নির্দেশিকায় বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন l এই পর্যালোচনা সভায় রাজীব রায়, এলডিএম রাকেশ প্রসাদ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ ম্যানেজার, ডিআইসির আধিকারিক প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন l

পরে নরসিংপুর খন্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয় সভাকক্ষে কেন্দ্র সরকারের উদ্যোগে মহিলার সশক্তিকরনের উদ্দেশ্যে অনুষ্ঠিত ইলেকট্রিক পটারি হুইলস (মাটির বাসন) বিতরণ সভায় গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কারিগরদের ১০ দিনের দক্ষতায় প্রশিক্ষিত এমবিআইয়ের অধীনে মোট ৮০ জন মহিলা মৃৎশিল্পীদেরকে বিনামূল্যে ইলেকট্রিক পটারি হুইলস এবং ২০ জন মহিলাকে একত্রে প্লান্জার মেশিন বিতরণ করা হয় l এ উদ্দেশ্যে সভায় পৌরোহিত্য করে ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ড. দেব উপস্থিত মহিলাদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান, যাতে করে তাদের মাসিক আয় আরও অধিকতর বৃদ্ধি পেতে পারে l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker