India & World UpdatesHappeningsBreaking News
পা পিছলে ৩০০ ফুট নিচে পড়ে মৃত্যু তীর্থযাত্রীর
শ্রীনগর, ১৯ আগস্ট ঃ পুনরায় শোকাবহ ঘটনা অমরনাথ যাত্রায়। ৩০০ ফুট নিচে পিছলে পড়ে মৃত্যু হল এক তীর্থযাত্রীর। মাউন্টেন রেসকিউ টিম ও সেনা জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে ওই তীর্থযাত্রীকে উদ্ধার করেছিল, যদিও পরে যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। মৃত তীর্থযাত্রী বিহারের রোহতাশের টুম্বা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বয়স আনুমানিক ৫০ বছর।
জানা গেছে, ৪৯ দিনের এই যাত্রা চলার সময়ই কালীমায়ের সামনে ওই তীর্থযাত্রীর মৃত্যু হয়। পবিত্র অমরনাথ গুহা দর্শন করে ফিরে আসার সময় কালীমাতার কাছে ট্র্যাক থেকে ৩০০ ফুট নিচে পড়ে যান ওই তীর্থযাত্রী। তাঁর সঙ্গে থাকা অন্য মহিলা তীর্থযাত্রী মমতা কুমারীও আহত হয়েছেন বলে জানা গেছে। চিকিতসার জন্য মহিলাকে ব্রারিমার্গ বেস ক্যাম্প হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ দিকে, বিজয় কুমারের মৃতদেহ উদ্ধার করে বাল্টাল বেস ক্যাম্প হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার সকালে ভাগবতী নগর যাত্রী নিবাস থেকে ওয়ালতাল ও নুনওয়ান পহেলগামের টুইন ট্র্যাকের দিকে রওনা দেন ৬৫৬ জন তীর্থযাত্রীর ৪০ নম্বর দলটি। সেখানে নিযুক্ত আধিকারিকরা জানান, সন্ধ্যা পর্যন্ত মধ্য কাশ্মীরের গণ্ডারবল জেলার বাল্টাল ও দক্ষিণ কাশ্মীর জেলা অনন্তনাগের নুনওয়ান-পহেলগামের টুইন ট্র্যাক থেকে অমরনাথ গুহায় ১০৭৩ জন তীর্থযাত্রী দর্শন করবেন। এর সঙ্গে চলতি বছরের ১ জুলাই টুইন ট্র্যাক থেকে শুরু হওয়া এই যাত্রায় পবিত্র গুহা ভ্রমণ করা মোট তীর্থযাত্রীর সংখ্যা ৪,৩৯,৮৪৫-এ বৃদ্ধি পেয়েছে।