Barak UpdatesHappeningsBreaking News
পাঁচগ্রামে শিল্পকেন্দ্র, সায়ন্তনদের সঙ্গে নিয়ে অগ্রগতি খতিয়ে দেখলেন কমলাক্ষ
ওয়ে টু বরাক, ২৯ ডিসেম্বর : পাঁচগ্রামে সরকার ঘোষিত বৃহৎ শিল্পকেন্দ্র প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে ২৭ ডিসেম্বর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ পাঁচগ্রামে গিয়েছিলেন। বিধায়কের সঙ্গে ছিলেন থাউজেন্ড সায়ন্তন দলের প্রতিনিধিরাও। প্রতিনিধি দলে ছিলেন সৌমিত্র শংকর চৌধুরী, বিনায়ক ভট্টাচার্য, রোহিত চৌধুরী, আদিত্য চৌধুরী প্রমূখ।
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের উত্তরে রাজ্যের শিল্পমন্ত্রী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় পাঁচগ্রামে ‘বেম্বু টু মিথানল’ বৃহৎ ইন্ডাস্ট্রি স্থাপন হবে। পাশাপাশি স্থাপন হবে এমএসএমই, রেন ফল টার্মিনাল, এমএমএলপি ইত্যাদি। সম্পূর্ণ শিল্পপার্কটি গড়ে উঠলে প্রায় কুড়ি হাজার কর্মসংস্থানের সুযোগ ঘটবে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ থাউজেন্ড সায়ন্তন দলের প্রতিনিধিদের বলেছেন, সম্পূর্ণ এই প্রজেক্ট-এর কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রকের প্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ করবেন।
থাউজেন্ড সায়ন্তন দল পাঁচগ্রাম তথা সমগ্র বরাকজুড়ে সামগ্রিক শিল্পায়ন ও আইটি স্থাপনের বিষয়ে বরাক উপত্যকা উন্নয়ন পরিষদের মন্ত্রী কৌশিক রাইয়েরও দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়াও মন্ত্রী কৌশিক রাইয়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবেন। আসামকে ভারতের অন্যতম বৃহৎ শিল্প-রাজ্য বানানোর লক্ষ্যে আগত অ্যাডভান্টেজ আসাম ২ শিল্প সম্মেলনে ভৌগোলিক অবস্থানে উন্নত আসামের বরাকে বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের লক্ষ্যে আলাদা করে একদিনের বরাক সেশনের ব্যবস্থা করার বিষয়ে বিবেচনা করা। সেশনটি বরাকেও হতে পারে বা গুয়াহাটিতেও হতে পারে বলে জানিয়েছেন সায়ন্তনরা।