Barak UpdatesHappeningsBreaking News
পরিত্যক্ত মূর্তি বিসর্জন করল লিও ক্লাব অফ শিলচর গ্রেটার
ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারি : বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ । তাই শহর জুড়ে পুজোর পর অলিগলিতে দেখা যায় অনেক পরিত্যক্ত মূর্তি। সেইসব মূর্তি সদরঘাট স্থিত বিসর্জন ঘাটে ভাসান দিলেন লিও ক্লাব অফ শিলচর গ্রেটার সদস্যরা। রবিবার সকালে শহর থেকে প্রায় ২০টি ছোট-বড় মূর্তি রাস্তার পাশ থেকে সযত্নে কুড়িয়ে নদীতে ভাসিয়েছেন তারা ।
এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপসভাপতি ঋষভ পুরকায়স্থ, কোষাধ্যক্ষ শুভ চক্রবর্তী, জনসংযোগ কর্মকর্তা শ্বেতা রায়, সার্ভিস চেয়ারপারসন সৌম্যজ্যোতি ভট্টাচার্য, যুগ্ম সচিব রোশন কুমার সিং, ক্লাব এডিটর পূরবী দাস এবং সদস্য সুনয়না নাথ, সুমিত ধর ও রিদম চক্রবর্তী।
তাঁরা সংশ্লিষ্ট সকলের উদ্দেশে আহ্বান জানান, আগামীতে পুজোর শেষে মূর্তিগুলো রাস্তার পাশে কিংবা জঞ্জালে ফেলে দেবেন না৷ এতে পূজিতের প্রতি অশ্রদ্ধাই প্রকাশ পায়৷