NE UpdatesHappeningsBreaking News
পরপর ইঞ্জিন লাইনচ্যুত, ট্র্যাক ক্ষতিগ্রস্ত, পাহাড়লাইন অচল
ওয়েটুবরাক, 25 এপ্রিলঃ অঘটনটি সকালেই ঘটে। হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী স্থানে মালগাড়ির ইঞ্জিনের চাকা পড়ে যায়। এর দরুন সারাদিন পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীবাহী ট্রেনগুলিকে পার্শ্ববর্তী স্টেশনগুলিতে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। বিকালে ছাড়পত্র মিললে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে যায়। কিন্তু এর পরই পরীক্ষামূলক আরেকটি ইঞ্জিন চালাতে গিয়ে বিপত্তি বাঁধে। আবারও লাইনচ্যুত। রেল কর্তারা জানিয়েছেন, ট্র্যাকের বেশ ক্ষতি হয়েছে। ফলে ট্র্যাক সরিয়ে নতুন ট্র্যাক বসানোর জন্য সময় লাগবে। ততক্ষণ পাহাড় লাইনে ট্রেন চলাচল সম্ভব হবে না।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মু্খ্য জনসংযোগ অফিসার সব্যসাচী দে জানান. যত দ্রুত সম্ভব, সারাই করে লাইন চালুর সম্ভব ধরনের চেষ্টা চলছে। রাতেও উচ্চপদস্থ রেলকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজকর্ম তদারক করছেন।
তিনি জানান, আটকে থাকা বৃহস্পতিবারের আগরতলা-গুয়াহাটি স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে শুক্রবারের গুয়াহাটি-শিলচর, গুয়াহাটি-আগরতলা, শিয়ালদহ-শিলচর কাঞ্জনজঙ্ঘাও বাতিল বলে ঘোষণা করা হয়েছে।